মহানগরে অভিনেত্রী হেনস্থা কাণ্ডে গ্রেফতার হওয়া সাতজনকে শুক্রবার জামিন দিল আদালত। বুধবার ওই সাতজনকে গ্রেফতার করেছিল পুলিশ। শুক্রবার আলিপুর আদালত সাতজনকে জামিন দেয়।
পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, "আমরা গ্রেফতার হওয়া সাতজনকে পুলিশি হেফাজতে রাখতে চেয়েছিলাম। কিন্তু আদালত ওদের জামিন দিয়ে দিল"।
২১ জুন পর্যন্ত আটক সাতজনকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিল আলিপুর আদালত। অভিযুক্তদের প্রত্যেকের বয়স ১৮ থেকে ২০ এর মধ্যে। প্রত্যেকেই পড়ুয়া।
আরও পড়ুন, দক্ষিণ কলকাতার স্কুলের শৌচাগার থেকে উদ্ধার ছাত্রীর মৃতদেহ
অভিযোগকারিণী তাঁর এফআইআর এ জানিয়েছেন রাত ১১.৩০ নাগাদ এক্সাইড চত্বরে বাইক নিয়ে একদল তাঁর উবের কে ধাওয়া করেন। ওই মডেলকে গাড়ি থেকে বের করে এনে উবেরচালককে হামলা করেন। গোটা ঘটনা অভিযোগকারিণী মোবাইল ক্যামেরাবন্দি করে রেখেছিলেন। সেই মোবাইল ফোনটিও কেড়ে নেওয়ার চেষ্টা করেন দুষ্কৃতীরা।
ভারতীয় দণ্ডবিধির ৩৪১ (অন্যায় ভাবে বাধা দেওয়া), ৩২৩ (ইচ্ছাকৃতভাবে আঘাত করা), ৪২৭ (অনিষ্ট করে ক্ষতি সাধন), ৩৫৪ এ (শ্লীলতাহানির জন্য নারীকে আক্রমন কিংবা অপরাধজনক বলপ্রয়োগ) , এবং ৩৪ ধারায় ওই সাতজনের বিরুদ্ধে পুলিশ মামলা করেছে।
Read the full story in English