Advertisment

৫.৪ ভূমিকম্পে কাঁপল সিকিম-নেপাল সীমান্ত, কম্পন অনুভূত অসম, উত্তরবঙ্গে

এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও খবর মেলেনি। ভূমি থেকে ১০ কিমি নীচে এই কম্পনের উপকেন্দ্র।

author-image
IE Bangla Web Desk
New Update
Earthquake in India, magnitude, Epicenter, nepal. Bhutan. Himalaya region

নেপাল-সিকিম সীমান্তের ভুমিকম্পের জেরে কেঁপে উঠলো উত্তরবঙ্গ। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সুত্রে খবর, ৫.৪ মাত্রার কম্পন সোমবার রাত ৮টা ৪৯ মিনিট নাগাদ অনুভূত হয়েছে। যার তীব্রতায় উত্তরবঙ্গ, ডুয়ার্স, অসম, নেপাল, ভূটান এবং বিহারের কিছু অংশে কম্পন অনুভূত হয়েছে।

Advertisment

এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও খবর মেলেনি। ভূমি থেকে ১০ কিমি নীচে এই কম্পনের উপকেন্দ্র। আর সুত্র গ্যাংটক থেকে ২৫ কিমি পূর্ব-দক্ষিণ-পূর্ব।

আরও আসছে...

Earthquake in India magnitude Epicenter nepal. Bhutan. Himalaya region
Advertisment