এবার আর তিক্ত অভিজ্ঞতা হল না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফরে অনুমতি দিল বিদেশমন্ত্রক। বুধবার রাতে কেন্দ্রীয় সরকারের তরফে প্রয়োজনীয় সম্মতি পেয়েছে নবান্ন। ফলে সেপ্টেম্বরের মাঝামাঝি স্পেন ও দুবাই যেতে আর কোনও বাধা রইল না মুখ্যমন্ত্রীর।
নবান্ন সূত্রে খবর, ১২-ই সেপ্টেম্বর স্পেনের উদ্দেশে রওনা হবেন মুখ্যমন্ত্রী। বাংলাই যে শিল্পের সেরা গন্তব্য, সেকথা স্পেনের বণিক সভা ও শিল্প সংস্থাগুলির কাছে তুলে ধরতেই মমতার এই বিদেশ সফর। জানা গিয়েছে, লক্ষ্যপূরণে নবান্নের দূত ইতিমধ্যে ট্র্যাক টু বৈঠক সেরে ফেলেছেন। মুখ্যমন্ত্রী স্পেন সফরে গেলে এই নিয়ে আনুষ্ঠানিকভাবে আলোচনা হবে। দুবাই হয়ে তাঁর কলকাতায় ফেরার কথা ২৩ সেপ্টেম্বর।
বাংলার শিল্প ও বণিক মহলের প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর এই স্পেন সফরে সামিল হতে পারেন বলে খবর। থাকবেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও শিল্প দফতরের একাধিক শীর্ষ কর্তারাও।
আরও পড়ুন- ডেকে পাঠিয়েছে CBI? শেষমেশ সবটা খোলসা করে কী বললেন সুজিত বসু?
কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী সরকারি কর্মসূচিতে বিদেশে গেলে ভারতের বিদেশ মন্ত্রকের অনুমতির প্রয়োজন হয়। এতে সুবিধা হল- যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কেন্দ্রের সরকার চাইলে রাজ্যের মন্ত্রীর মাধ্যমে কূটনৈতিক দৌত্য চালানো যায়। এছাড়া, দেশের ভারতীয় দূতাবাসের প্রটোকল বাবদ লজিস্টিক সাপোর্টও মেলে।
যদিও এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের অতীত অভিজ্ঞতা তিক্ত। মোদী সরকার প্রথমবার মমতার চিনের কুনমিং সফর বাতিল করেছিলো। পরে শিকাগোতে একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল বাংলার মুখ্যমন্ত্রীকে। সেখানে যেতেও আপত্তি জানিয়েছিল বিদেশমন্ত্রক। তারও আগে, পদের জন্য সামঞ্জস্যপূর্ণ নয় বলে মমতার রোম ও নেপাল সফরে 'না' বলেছিল বিদেশমন্ত্রক। কিন্তু এবার আর অতীতের পুনরাবৃত্তি হল না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন সফরের অনুমতি দিল কেন্দ্রীয় সরকার।
আরও পড়ুন- ইডি’র সমন এড়াতে বড় প্রশ্ন অভিষেকের! ফের হাইকোর্টের দ্বারস্থ