বিজয়া দশমীর শুভেচ্ছা জানাতে প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে রাজ্যপাল..সবাই বেছে নিলেন সোশ্যাল মিডিয়াকেই। মঙ্গলবার সকাল থেকে এক্স হ্যান্ডেলে বিজয়া দশমীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস-সহ দেশের তাবড় ব্যক্তিত্বের।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বিজয়া দশমীর শুভেচ্ছাবার্তায় নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, "আবার এসো মা।" এছাড়াও এদিন দশাইন ও দশেরার শুভেচ্ছা জানিয়েও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়েছেন। নরেন্দ্র মোদী বিজয়ার শুভেচ্ছা জানিয়ে পোস্টে লিখেছেন, "দেশজুড়ে আমার পরিবারের সদস্যদের বিজয়া দশমীর শুভেচ্ছা। এই পবিত্র উৎসব নেতিবাচক শক্তির অবসানের পাশাপাশি জীবনে ভালোকে অবলম্বন করার বার্তা নিয়ে আসে।"
রাজ্যপাল সিভি আনন্দ বোসও এদিন এক্স হ্যান্ডেলে বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়েছেন। এক্স তিনি লিখেছেন, "পশ্চিমবঙ্গের সকল ভাই ও বোনেদের বিজয়া দশমীর শুভেচ্ছা। আনন্দ, সমৃদ্ধি এবং আপনাদের সমস্ত স্বপ্ন পূরণ হোক। মা দুর্গার আশীর্বাদ আমাদের প্রতিকূলতা কাটিয়ে উঠতে এবং বাংলা ও ভারতের গৌরবের জন্য কাজ করতে শক্তিশালী করুক!"
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও এদিন দেশবাসীকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়েছেন। এক্স হ্যান্ডেলে পোস্টে তিনি এদিন লিখেছেন, "সকল দেশবাসীকে 'বিজয়াদশমী'র শুভেচ্ছা। অধর্মের অন্ধকার যতই ঘন হোক না কেন, সত্যের ওপর ভিত্তি করে ন্যায়ের আলোর জয় চিরন্তন। পাপের উপর পুণ্যের বিজয়ের প্রতীক, 'বিজয়াদশমী' এমন একটি উৎসব যা আমাদের সর্বদা জ্ঞান ও সত্যের পথে চলতে অনুপ্রাণিত করে এবং শেখায়। ভগবান শ্রী রাম সকলের মঙ্গল করুক। জয় শ্রী রাম!"