/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/05/Modi-Mamata.jpg)
Modi-Mamata: মোদী ও মমতা।
Modi on Ramakrishna Mission-Bharat Sevashram Sangha-ISKCON: রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সঙ্ঘের একাংশের প্রতি তৃণমূলনেত্রী মমতা বন্দ্যেপাধ্যায়ের মন্তব্যের কড়া জবাব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। "ইসকন, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সঙ্ঘকে অপমানের জবাব ভোটে পাবেন মমতা", রবিবার পুরুলিয়ায় নির্বাচনী সভামঞ্চ থকে এভাবেই মুখ্যমন্ত্রীকে নিশানা নমোর।
কী বলেছেন মোদী?
"সব সীমা পার করে দিল তৃণমূল। দেশ দুনিয়ায় ইসকনকে সবাই চেনে। রামকৃষ্ণ মিশন করেছিলেন স্বামী বিবেকানন্দ। সেবার জন্য ভারত সেবাশ্রম সঙ্ঘকে সবাই চেনে। এরা ভারতের নাম উজ্বল করছে। আজ বাংলার মুখ্যমন্ত্রী ইসকন, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীদের হুমকি দিচ্ছেন। খোলা মঞ্চ থেকে হুঁশিয়ারি দিচ্ছেন। দুনিয়াজুড়ে এই প্রতিষ্ঠানগুলির লাখো ভক্ত রয়েছেন। এদের উদ্দেশ্য হল মানুষের সেবা। বাংলার সরকার ওদের দিকেই আঙুল তুলছে। ওদের নাম নিয়ে ধমকাচ্ছে। এত হিম্মত! শুধু ভোটব্যাঙ্ককে খুশি করতে এটা করছে। তৃণমূল এতটা নীচে নেমে গিয়েছে!"
আরও পড়ুন- ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশনের একাংশের প্রতি রুষ্ট মমতা, তেড়েফুঁড়ে সোচ্চার BJP
মোদী এদিন আরও বলেন, "লাখো লোকের ভাবনা নিয়ে খেলছে তৃণমূল। স্বামী প্রভুপাদ, স্বামী বিবেকানন্দ, স্বামী প্রণবানন্দের মতো আধ্যাত্মিক গুরুদের অপমান দেশের মানুষ সহ্য করবে না। যারা বাংলার মানুষের সেবা-সংস্কৃতির প্রতি মর্যাদা দেয় না তাদের ভোটের ক্ষমতার মাধ্যমে সাজা দিতে হবে। কোনওদিনও যেন তারা আমাদের সাধু-সন্তদের অপমান করতে না পারে।"
আরও পড়ুন- Sukanta on Adhir: অধীরে খড়গহস্ত খাড়গে! প্রদেশ কংগ্রেস সভাপতিকে ‘রামের বাড়ি’ ডাকলেন সুকান্ত
রামকৃষ্ণ মিশন-ভারত সেবাশ্রম সংঘকে নিয়ে কী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়?
"সব সাধু তো সমান হয় না। সব স্বজন সমান হয় না। আমাদের মধ্যেও কি সবাই সমান। না। এই যে বহরমপুরে একজন মহারাজ আছেন। আমি শুনেছি অনেকদিন ধরে কার্তিক মহারাজ। ভারত সেবাশ্রম সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। আমার শ্রদ্ধার্ঘ্যের তালিকায় তারা দীর্ঘদিন ধরে আছেন। কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূলের এজেন্ট বসতে দেব না। সেই লোকটাকে আমি সাধু বলে মনে করি না।"