Varanasi Modi speech: ট্রাম্পের ‘মৃত অর্থনীতি’র মন্তব্যে জবাব মোদীর, 'আগুনে হুঙ্কারে' মার্কিন প্রেসিডেন্টকে সরাসরি নিশানা

Varanasi Modi speech: বারাণসী থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন প্রেসিডেন্টকে নিশানা করে মোদী বলেন, 'ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে চলেছে'।

Varanasi Modi speech: বারাণসী থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন প্রেসিডেন্টকে নিশানা করে মোদী বলেন, 'ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে চলেছে'।

author-image
IE Bangla Web Desk
New Update
Modi Trump response, India third largest economy, Trump dead economy remark, 25% import tariff India, Modi Swadeshi appeal, Varanasi Modi speech, Trump on India-Russia ties, Indian economy vs US, Made in India push, India US trade tension 2025

ট্রাম্পের 'মৃত অর্থনীতি'র যোগ্য জবাবে গর্জে উঠলেন মোদী।

Varanasi Modi speech: 'ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে চলেছে', ট্রাম্পের 'মৃত অর্থনীতি'র যোগ্য জবাবে গর্জে উঠলেন মোদী।

Advertisment

বারাণসী থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন প্রেসিডেন্টকে নিশানা করে মোদী বলেন, 'ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে চলেছে'। উল্লেখ্য, শুল্ক ঘোষণা করার সময় ট্রাম্প ভারতের অর্থনীতিকে 'মৃত অর্থনীতি' বলে অভিহিত করেছিলেন। যার পালটা মার্কিন প্রেসিডেন্টকে এদিন নিশানা করে প্রধানমন্ত্রী।

চপ্রধানমন্ত্রী মোদী তাঁর ভাষণে বলেন, 'আজ বিশ্ব অর্থনীতিতে রয়েছে একাধিক আশঙ্কার কালো মেঘ। বিশ্বজুড়ে আজ অস্থিতিশীলতার পরিবেশ বিরাজ করছে। এমন পরিস্থিতিতে বিশ্বের প্রায় সব দেশ তাদের নিজস্ব স্বার্থের দিকে মনোনিবেশ করছে। ভারতকেও তার অর্থনৈতিক স্বার্থের প্রতি সজাগ থাকতে হবে। আমাদের কৃষক, আমাদের ক্ষুদ্র শিল্প, আমাদের যুবকদের কর্মসংস্থান, তাদের স্বার্থ আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সরকার এই লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে।'

Advertisment

সরকার দেশের স্বার্থ রক্ষার্থে যথাসাধ্য চেষ্টা করছে উল্লেখ করে মোদী বলেন, "যারা দেশের মঙ্গল চান এবং ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে দেখতে চান, তা সে যে কোনও রাজনৈতিক দলই হোক না কেন, তাদের উচিত তাদের ভেদাভেদ ভুলে গিয়ে 'স্বদেশী' পণ্যের জন্য অঙ্গীকারবদ্ধ হওয়া।"

প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "যখন বিশ্ব এই অস্থিরতার পরিবেশের মধ্য দিয়ে যাচ্ছে, তখন আমরাও কেবল দেশীয় পণ্য বিক্রি করব। এই সংকল্প দেশের জন্য একটি সত্যিকারের সেবাও হবে। এখন আমরা প্রতি মুহূর্তে কেবল দেশীয় পণ্য কিনব। এটি হবে মহাত্মা গান্ধীর প্রতি এক মহান শ্রদ্ধাঞ্জলি"।

ট্রাম্প ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেছেন

৩১শে জুলাই, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ভারত থেকে সমস্ত আমদানির উপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেন। এর একদিন পর, তিনি ভারত-রাশিয়া সম্পর্ককে আক্রমণ করেন। উভয় দেশের অর্থনীতিকে 'মৃত অর্থনীতি' বলে অভিহিত করে ট্রাম্প বলেন যে ভারত রাশিয়ার সাথে কী করে তা তারা পরোয়া করে না।

আরও পড়ুন- মমতার নয়া প্রকল্প 'পাড়া সমাধানে' উৎসাহই নেই! বাড়ি-বাড়ি গিয়ে লোক ডাকলেন SDO

modi Trump