/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/10/Mohua-Moitra.jpg)
মহুয়া মৈত্রের এই ছবিগুলিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে...
এবার পাল্টা সরব মহুয়া মৈত্রও। টাকা নিয়ে প্রশ্ন তোলায় এবার একযোগে কেন্দ্রের শাসকদল বিজেপি ছাড়াও আদানি ও সিবিআইকে আক্রমণ তৃণমূল সাংসদের। ব্যবসায়ীর দেওয়া টাকা ও উপহারের বিনিময়ে লোকসভায় প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, বিজেপির তোলা এই অভিযোগ ঘিরে সরগরম রাজধানীর রাজনীতি। মহুয়াকে সাসপেন্ড করার দাবি করে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের। মহুয়ার বিরুদ্ধে তদন্ত দাবি করা হয়েছে। এবার পাল্টা সোচ্চার মহুয়াও।
এক্স হ্যান্ডেলে একের পর এক পোস্টে এবার রণংদেহী মেজাজে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র…
তিনি লিখেছেন, "যদি আদানি গোষ্ঠী আমাকে চুপ করাতে ও টেনে নামাতে সঙ্ঘবাদী ও জাল ডিগ্রিওয়ালাদের দ্বারা প্রচারিত মিথ্যা দলিলের উপর নির্ভর করবে বলে ঠিক করে থাকে তবে আমি তাদের সময় নষ্ট না করার পরামর্শ দেব। এর চেয়ে বরং আইনজীবীদের বিজ্ঞতার সাথে ব্যবহার করুন।''
Also welcome @CBIHeadquarters enquiry into my alleged money laundering right after they finish investigating Adani’s offshore money trail, over invoicing, benami accounts.
Adani may use BJP agencies to browbeat competition & buy airports but just try doing it with me.— Mahua Moitra (@MahuaMoitra) October 15, 2023
If Adani group is relying on dodgy dossier created by dubious Sanghis & circulated by fake degree wallahs to either shut me up or bring me down I would advise them not to waste their time.
Use your lawyers wisely.— Mahua Moitra (@MahuaMoitra) October 15, 2023
তাঁর বিরুদ্ধে সিবিআই তদন্তের আর্জি প্রসঙ্গেও জবাব দিয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া। এপ্রসঙ্গে তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, "স্বাগত জানাই সিবিআইকেও। তাঁরা আমার বিরুদ্ধে অনুসন্ধান করতে পারে। তবে আদানির অফশোর মানি ট্রেইল, ওভার ইনভয়েসিং, বেনামি অ্যাকাউন্টের তদন্ত শেষ করার পরেই সেই তদন্ত হোক। আদানি হয়তো বিজেপির এজেন্সিগুলোকে ব্যাবহার করে তার প্রতিযোগীদের দৌড় থামানোর চেষ্টা করতে পারে। বিমানবন্দর কেনার জন্য ব্যবহার করতে পারে। কিন্তু শুধু আমার সঙ্গে একবার চেষ্টা করুক।''
কংগ্রেস সাংসদ শশী থারুরের সঙ্গে সম্প্রতি মহুযা মৈত্রের বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও তাঁকে চ্রোলড করার উদ্দেশ্যেই বিজেপি তাঁর ব্যক্তিগত ছবিগুলি ব্যবহার করেছে বলে দাবি করেছেন মহুয়া। এব্যাপারে এক্স হ্যান্ডেলে সোচ্চার হতে দেখা গিয়েছে তাঁকে। বিজেপিকে 'ট্রোল সেনা' বলেও তোপ দেগেছেন তিনি। এবিষয়ে গেরুয়া দলকে বিঁধে মহুয়া লিখেছেন, ''নৈশভোজে থাকা বাকিদের ছবি কেন ক্রপ করা হল? বাংলার মহিলারা নিজেদের জীবন উপভোগ করেন। তাঁর মিথ্যার উপর বাঁচেন না।''