scorecardresearch

‘মোকা’ নাকি ‘মোচা’? ঘূর্ণিঝড়ের নাম নিয়ে চরম বিভ্রান্তি! আসলে কোনটা?

ঘূর্ণিঝড়ের নাম রহস্যে তোলপাড়।

moka or mocha what is the real name of the cyclone formed in the bay of bengal , 'মোকা' নাকি 'মোচা'? ঘূর্ণিঝড়ের নাম নিয়ে চরম বিভ্রান্তি! আসলে কোনটা?
ঘূর্ণিঝড়ের আসল নাম কী?

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম নিয়ে চরম বিভ্রান্তি। কেউ বলছেন ‘মোকা’, কেউ আবার ডাকছেন ‘মোচা’ নামে। কিন্তু আসল নাম কী? আসলে নামের অর্থের মধ্যেই লুকিয়ে রয়েছে ঘূর্ণিঝড়ের নাম রহস্য।

ঘূর্ণিঝড়টির নামকরণ করেছে লোহিত সাগর তীরবর্তী দেশ ইয়েমেন। ইংরেজিতে নাম ‘Mocha’। যার বাংলা মোচা নাকি মোকা? তা নিয়েই প্রবল বিতর্ক। ইয়েমেনের রাজধানী শহর সানার একটি বন্দরের নাম ‘মোখা’ বা ‘মুখা’। যা উচ্চারণ করা হয় মোকা হিসেবে। দুনিয়াজুড়ে কফি রফতানির জন্য বিখ্যাত ইয়ামেন। সুতরাং কফিপ্রেমীদের কাছে অত্যন্ত পরিচিত নাম ‘মোকা’। সেই অনুযায়ী বঙ্গোপসাগরে ক্রমশ সৃষ্ট ঘূর্ণিঝড়ের ঘূর্ণিঝড়ের নাম ‘মোকা’।

কীভাবে এই নামকরণ?

বঙ্গোপসাগর এবং আরব সাগরে সৃষ্টি ঘূর্ণিঝড়ের নামকরণের ক্ষেত্রে ১৩টি দেশের সুপারিশ লাগে। ভারত সহ এই সুপারিশরত দেশগুলোর তালিকায় রয়েছে বাংলাদেশ, ইয়েমেন, কাতার, ইরান, মলদ্বীপ, মায়ানমার, ওমান, পাকিস্তান, সৌদি আরব, শ্রীলঙ্কা, তাইল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরশাহি। নিয়ম অনুযায়ী এই ১৩টি দেশ থেকে ঘূর্ণিঝড়ের নাম সুপারিশ করা হয়। এমন ১৬৯টি নামের প্রস্তাব দেওয়া হয়। সেই অনুসারে তৈরি হয় একটি তালিকা। তাতে পর পর ইংরেজিতে নামের হরফ ধরে, ক্রমানুযায়ী পালা আসে প্রত্যেক দেশের। এই তালিকা শেষ হয়ে গেলে, নতুন আবার নামের সুপারিশ নেওয়া হয়। এর পর যে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হবে, তার নাম হবে ‘বিপর্যর’, যা দিয়েছে বাংলাদেশ।

ঘূর্ণিঝড় এখন কোন অবস্থায়?

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের বুকে শনিবারই তৈরি হতে চলেছে ঘূর্ণাবর্ত। যা আগামী ২৪ ঘণ্টায় পরিণত হবে নিম্নচাপে। পরে তা আরও শক্তি সঞ্চয় করে ৮ মে নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হবে। অবশেষে ৯ বা ১০ মে নাগাদ গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে আছড়ে পড়তে পারে উপকূলবর্তী অন্ধ্র্রপ্রদেশ, তামিলনাড়ু, ওড়িশা বা বাংলায়। শনিবার এমনই পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস।

শনিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের বুকে ঘূর্ণাবর্ত তৈরি হলেও রাজ্যে গরম অব্যাহত। তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গে চার জেলা দুই বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Moka or mocha what is the real name of the cyclone formed in the bay of bengal