মোমিনপুরে হিংসার ঘটনা: চার্জশিট পেশ NIA-র, ছাড় কলকাতা পুলিশের হাতে ধৃত ২০ জনকে

দু'মাস আগে হিংসার ঘটনায় উত্তাল হয় মোমিনপুর।

author-image
IE Bangla Web Desk
New Update
Mominpur violence Case nia chargesheet, মোমিনপুরে হিংসার ঘটনা: চার্জশিট পেশ NIA-র, ছাড় কলকাতা পুলিশের হাতে ধৃত ২০ জনকে

হিংসাবিধ্বস্ত মোমিনপুরের ছবি।

মোমিনপুরের ঘটনায় চার্জশিট জমা করল এনআইএ। শনিবার নগর দায়রা আদালতে এনআইএ দু'মাস আগে কলকাতার বুকে ঘটে যাওয়া ধটনায় চার্জশিট জমা করে। ১৪ জনের নামে চার্জশিট জমা পড়েছে। এর মধ্যে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি ৬ জন ফেরার।

Advertisment

পুজোর পরই হিংসার ঘটনায় উত্তাল হয় মোমিনপুর। হিংসা ছড়ানো, পুলিশের কাজে বাঁধাদান, খুনের চেষ্টা, অপরাধমূলক ষড়যন্ত্র, অস্ত্র আইনে পুলিশ ২০ জনকে গ্রেফতার করেছিল। মোমিনপুরের ঘটনায় কলকাতা হাইকোর্ট সিট গঠন করে। তিনটি এফআইআর দায়ের হয়। যার দু’টির তদন্ত করছে কলকাতা পুলিশ। আরেকটির তদন্তভার স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে গত ২৮ অক্টোবর নেয় এনআইএ। মোমিনপুরের ১৭টি জায়গায় তল্লাশি চালিয়ে এনআইএ প্রায় ৩২ লক্ষ টাকা উদ্ধার করে। মেলে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও। সেই সময়ই এনআইএ ৮ জনকে গ্রেফতার করেছিল।

সেই ঘটনায় জানুয়ারির প্রথম সপ্তাহেই চার্জশিট পেশ করল এনআইএ। ১৪ জনের নামে চার্জশিট জমা পড়েছে। এর মধ্যে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি ৬ জন ফেরার। অভিযুক্তদের বিরুদ্ধে হিংসা ছড়ানো, পুলিশের কাজে বাঁধাদান, খুনের চেষ্টা, অপরাধমূলক ষড়যন্ত্র, অস্ত্র ও বিস্ফোরক আইনের মতো ধারার উল্লেখ রয়েছে এই চার্জশিটে।

উল্লেখযোঘ্য হল যে, মোমিনপুর মামলায় কলকাতা পুলিশ যে ২০ জনকে গ্রেফতার করেছিল তাদের অবশ্য ছাড় দিয়েছে এনআইএ। হিংসায় ওই ২০ জনের কোনও ভূমিকা নেই বলেই মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে, মোমিনপুরকাণ্ডের তদন্তে সিট গঠন করেছে কলকাতা হাইকোর্ট। তদন্ত করছে তারাও। তিনটি এফআইআর দায়ের হয়। যার দু’টির তদন্ত করছে কলকাতা পুলিশ। একটির তদন্তভার নিয়েছে এনআইএ।

kolkata Violence NIA