scorecardresearch

ফের ট্রেন বন্ধ শিয়ালদহ ডিভিশনে! আজ ও কাল এই রুটে চলবে না ট্রেন

সপ্তাহের শুরুতেই ফের ভোগান্তি নিত্যযাত্রীদের।

16 trains have been canceled on the howrah tarkeswar route on sunday 28 may 2023 , নিত্যযাত্রীদের জন্য দুঃসংবাদ, রবিবার হাওড়া থেকে বাতিল ১৬টি ট্রেন
প্রতীকি ছবি।

সপ্তাহের শুরুতেই ফের ভোগান্তি নিত্যযাত্রীদের। আজ ও কাল শিয়ালদহ ডিভিশনের হাসনাবাদ শাখায় ব্যাহত লোকাল ট্রেন চলাচল। বারাসত থেকে হাসনাবাদ পর্যন্ত সিঙ্গল লাইন ছিল। এবার বারাসাত-হাসনাবাদ রুটে ডাবল লাইন পাতার কাজ চলবে। সেই কারণেই আজ অর্থাৎ সোমবার ও আগামিকাল মঙ্গলবার হাসনাবাদ শাখার বারাসত থেকে হাসনাবাদ পর্যন্ত ট্রেন চলাচল পুরোপুরিভাবে বন্ধ থাকবে। যার জেরে চূড়ান্ত হয়রানির শিকার হতে পারেন নিত্যযাত্রী থেকে শুরু করে অন্যরা।

রেলের তরফে জানানো হয়েছে, ১৬ এপ্রিল মধ্যরাত থেকেই বারাসত ও হাসনাবাদের মধ্যে ডাবল লাইন পাতার জন্য প্রয়োজনীয় কাজ শুরু হয়ে যাবে। সুতরাং এই তথ্য ধরলে ইতিমধ্যেই সেই কাজ শুরু হয়ে যাওয়ার কথা। এই কাজ ১৭ এপ্রিল দিনভর চলবে। আগামিকাল মঙ্গলবার অর্থাৎ ১৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত ডাবল লাইনের কাজ চলবে বলে জানা গিয়েছে।

সেই কারণ ১৭ ও ১৮ এপ্রিল বারাসত থেকে হাসনাবাদ পর্যন্ত লোকাল ট্রেনের চলাচল পুরোপুরিভাবে বন্ধ রাখা হচ্ছে। এই রুটে ফের আগামী ১৯ এপ্রিল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

আরও পড়ুন- নিয়োগ দুর্নীতি মামলায় ফের গ্রেফতারি, CBI জালে আরও এক তৃণমূল বিধায়ক

এদিকে, সপ্তাহের শুরুতে পরপর ২ দিন বারাসত-হাসনাবাদের মধ্যে লোকাল ট্রেনের চলাচল পুরোপুরিভাবে বন্ধ থাকার জেরে তীব্র হয়রানির শিকার হতে পারেন যাত্রীরা। অস্বস্তিকর গরমের মাঝে ট্রেন বন্ধের জেরে ঘুরপথে বিকল্প যানে যাতায়াতে ভোগান্তি চরম আকার নিতে পারে।

রেলের তরফে এব্যাপারে যাত্রীদের কাছে সহযোগিতার আবেদন করা হয়েছে। বারাসত ও হাসনাবাদের মধ্যে সিঙ্গল লাইনে ট্রেন চলাচলের জন্য প্রায়শই এই রুটে ট্রেন চলাচলে দেরি হতো। তবে এবার ডাবল লাইনের কাজ শেষ হয়ে গেলে যাত্রী হয়রানি অনেকাংশে কমে যাবে বলেই মনে করছে ওয়কিবহাল মহল।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Monday and tuesday local train sevice shut off in barasat hasnabad route at sealdah division