Advertisment

চুক্তি ছাড়াই টাকার লেনদেন! কী বলছেন বনি ও কুন্তল?

বনি এবং কুন্তলের সম্পর্ক খোঁজার চেষ্টায় কেন্দ্রীয় গোয়েন্দা দল।

author-image
IE Bangla Web Desk
New Update
Money transaction without contract What are Bonny and Kuntal saying , চুক্তি ছাড়াই টাকার লেনদেন! কী বলছেন বনি ও কুন্তল?

বনি সেনগুপ্ত, কুন্তল ঘোষ

এসএসসি নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষ। এই কুন্তলের সঙ্গেই নাকি টাকার লেনদেন ছিল অভিনেতা বনি সেনগুপ্তর। এর নেপথ্যের রহস্য কী? তা জানতেই বৃহস্পতিবার বনিকে জিজ্ঞাসাবাদ করছেন ইডি-র গোয়েন্দারা। বনি এবং কুন্তলের সম্পর্ক খোঁজার চেষ্টায় কেন্দ্রীয় গোয়েন্দা দল। এসব নিয়েই এদিন মুখ খুলেছেন কুন্তল ও বনি।

Advertisment

জিজ্ঞাসাবাদের মাঝে মধ্যাহ্নভোজের বিরতিতে এদিন সাংবাদিকদের মুখোমুখি হন অভিনেতা বনি সেনগুপ্ত। কুন্তলের অ্যাকাউন্ট থেকে কেন তাঁর অ্যাকাউন্টে টাকা গিয়েছে? জবাবে অভিনেতা বলেন, 'সিনেমা ও মিউজিক ভিডিও বানাতে আগ্রহ দেখিয়েছিলেন কুন্তল ঘোষ। তাই পারিশ্রমিক বাবদ আগ্রিম হিসাবে আমাকে ৩৫ বা ৪০ লক্ষ টাকা দিয়েছিলেন উনি। যা দিয়ে আমি গাড়ি কিনেছিলাম। সরাসরি গাড়ির কোম্পানিতেই ওই টাকা দিয়েছিলেন কুন্তল। এটা ২০১৭ সালের ঘটনা। পাঁচ বছর হয়ে যাওয়ায় এই বাইকটা আমি বিক্রি করে দিয়েছি। তারপর সিনেমা না হওয়ায় অনেক স্টেজ শো করেছি।'

বনির সঙ্গে কী কুন্তলের এই লেনদেন নিয়ে কোনও চুক্তি ছিল? অভিনেতার সাফ কথা, 'না, কোনও চুক্তি হয়নি। আমার সঙ্গে এক ব্যাক্তির মাধ্যমে ওঁর পরিচয়। তারপর ঘনিষ্ঠতা বাড়ে। ফলে মুখের কথাতেই সব হয়েছে। এখন জানতে পারছি উনি যা করেছেন তা একেবারেই ঠিক নয়। কিন্তু, তখন তো বুঝতে পারিনি এসব হতে পারে। তাহলে তো মুখে কথাতে টাকা নিতাম না।' কুন্তলের সিটি সেন্টারের ফ্ল্যাটেও বনি বেশ কয়েকবার গিয়েছেন বলে জানিয়েছেন খোদ অভিনেতা।

আরও পড়ুন- বিতর্কের মাঝেই দলে পুরস্কৃত কৌস্তভ বাগচী, কংগ্রেসের বড় দায়িত্বে আইনজীবী-নেতা

কী বলেছেন ধৃত কুন্তল ঘোষ? এদিন আদালত থেকে বেরনোর সময় যুব তৃণণূল নেতা বলেন, 'বনি আমার ইভেন্টে পাঁচ বছর কাজ করেছে। তারই পারিশ্রমিক ছিল ওটা।' তবে কী কাজ? তা নিয়ে কিছু স্পষ্ট করেননি কুন্তল ঘোষ।

কুন্তলের ব্যাঙ্ক থেকে বনির অ্যাকাউন্টে আর্থিক লেনদেন সম্পর্কিত বেশকিছু প্রশ্নে এদিন অভিনেতা সমন পাঠান ইডি। শুক্রবার তাঁকে তলব করা হয়। তবে বনি একদিন আগে বৃহস্পতিবার সিজিও-তে ইডি-র দফতরে হাজির হন। সেখানেই প্রথম পর্বে বেশ কয়েকঘন্টা জিজ্ঞাসাবাদ করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

WB SSC Scam Kuntal Ghosh
Advertisment