Advertisment

তাক লাগানো শিল্পকর্ম, তুলি বাদ, নাক-দাড়ি দিয়েই ক্যানভাসে অনবদ্য সৃষ্টি শিল্পী রতনের

ছোট থেকেই ছবি আঁকার নেশা রতনের। অর্থকষ্টও থামাতে পারেনি তাঁকে।

IE Bangla Web Desk এবং Rajit Das
New Update
mongalkote burdwan artist ratan das, মঙ্গলকোট বর্ধমান শিল্পী রতন দাস , মঙ্গলকোট বর্ধমান শিল্পী রতন দাস

শিল্পী রতন দাস ও তাঁর সষ্টি।

চমকে দেওয়ার মতই এক শিল্প কীর্তি। তুলি সরিয়ে নিজের নাক ও দাড়ি দিয়ে জাতীয় পতাকার রঙে ভারতের মানচিত্র আঁকলেন তরুণ শিল্লী রতন দাস। তাঁর এমন শিল্পসৃষ্টিতে অবিভূত শিল্পপ্রেমীরা।

Advertisment

শিল্পি রতন দাসের বাড়ি পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের দাসগড় গ্রামে। ছোট থেকেই ছবি আঁকার নেশা রতনের। ২০২১ সালে স্নাতক হওয়ার পরেও ছবি আঁকা থেকে বিরত থাকেননি রতন । বাবা প্রয়াত হয়েছেন। বাড়িতে মা , স্ত্রী ও কন্যা সন্তানকে নিয়ে তাঁর সংসার। তিনিই পরিবারের একমাত্র রোজগেরে ব্যক্তি। সংসারের যাবতীয় দায়দায়িত্ব তাঁকেই সামলাতে হয়। কিন্তু তাতে কী? ছবি আাঁকা ছেড়ে দেওয়ার কথা ভাবতেই পারেন না রতন। নানা ভাবে ছবি এঁকে সকলকে তাক লাগিয়েই রতন যেন আলাদা আনন্দ খুঁজে পান। ঋষিদের ছবি এর আগে অনেক এঁকেছেন রতন। কলকাতা, দিঘা সহ বিভিন্ন জায়গায় ছবি আঁকতে গিয়ে রতন পুরস্কারও পেয়েছেন।

৭৭তম স্বাধীনতা দিবসে চমকে দিয়েছেন শিল্পী রতন। তুলি ছেড়ে নাক ও দাড়ি দিয়ে ক্যানভাসে ত্রিবর্ণ রঞ্জিত ভারতের ছবি এঁকেছেন তিনি। রতন দাস জানিয়েছেন, আগে থেকেই ঠিক করে রেখে ছিলেন এদিন দেশের মানচিত্রের ছবি আঁকায় রঙের ব্যবহার করবেন তুলি ছাড়া। সেইমত বোর্ডে আর্ট পেপার লাগিয়ে নেন। তুলি দূরে সরিয়ে রাখেন। হাত ও ব্যবহার করেননি। তার পরিবর্তে নিজের নাক ও দাড়ির সাহায্যে গেরুয়া, সাদা, সবুজ ও নীল রঙ দিয়ে ১৫ মিনিটের মধ্যে তেরঙ্গা জাতীয় পতাকার আদলে ভারতের মানচিত্র আঁকেন।

East Burdwan burdwan
Advertisment