Advertisment

স্কুলের মিটার বক্সে কিলবিল করছে কী? দেখেই আত্মারাম খাঁচাছাড়া হওয়ার জোগাড়!

বিষয়টি নজরে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

author-image
IE Bangla Web Desk
New Update
monitor lizard rescued from inside the meter box of Auxilium Convent School Bandel

স্কুলে এই খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায়।

ব্যান্ডেল অক্সিলিয়াম স্কুলে হুলস্থূল! আচমকা স্কুলের মিটার বক্সের মধ্যে কোনওভাবে ঢুকে পড়েছিল একটি গোসাপ। তাতেই আত্মারাম খাঁচাছাড়া হওয়ার জোগাড় প্রত্যেকের। খবর দেওয়া হয় এক সর্প বিশারদকে। ওই ব্যক্তি এসে মিটার বক্স খুলে গোসাপটিকে উদ্ধার করে নিয়ে গিয়েছেন। পরে সেটিকে একটি খালে ছেড়ে দেওয়া হয়েছে।

Advertisment

ব্যান্ডেল অক্সিলিয়াম কনভেন্ট স্কুলে গোসাপ ঢুকে পরায় চাঞ্চল্য ছড়ায়। গোসাপটিকে উদ্ধার করে রসভরা খালে ছেড়ে দেন চন্দন ক্লেমেন্ট সিং নামে এক সর্প বিশারদ। ব্যান্ডেলের অক্সিলিয়াম কনভেন্ট স্কুলের মিটার বক্সের ভিতর ঢুকে পড়েছিল ওই প্রমাণ সাইজের গোসাপটি। এই খবর স্কুলে ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্কুল কর্তৃপক্ষের নজরে বিষয়টি আসতেই তড়িঘড়ি তাঁরা পদক্ষেপ করেছেন।

আরও পড়ুন- গতকাল টানা ১১ ঘণ্টা প্রশ্ন, ফেরার পথেই ফের ED-র তলব সায়নীকে

publive-image
উদ্ধারের পর গোসাপটি নিয়ে সর্প বিশারদ।তাঁর সঙ্গে রয়েছেন স্কুলের এক সিস্টার। ছবি: উত্তম দত্ত।

স্কুলের তরফে খবর দেওয়া হয়েছিল ব্যান্ডেলেরই বাসিন্দা সর্প বিশারদ চন্দন ক্লেমেন্ট সিংকে। চন্দন সেই খবর পেয়েই দ্রুত স্কুলে পৌঁছে যান। মিটার বক্স খুলে গোসাপটিকে উদ্ধার করেন তিনি। পরে সেটিকে একটি খালে তিনি ছেড়ে দেন। চন্দন জানিয়েছেন, খাবারের খোঁজে অথবা তার বাসস্থানে জল ঢুকে যাওয়ায় স্কুলে চলে আসতে পারে গোসাপটি। তবে গোসাপ কারও কোনও ক্ষতি করে না বলেও দাবি করেছেন ওই ব্যক্তি।

আরও পড়ুন- ফের বাড়ল গ্যাসের দাম, কলকাতায় কত?

গোসাপটি উদ্ধারের পর সর্প বিশারদ চন্দন ক্লেমেন্ট সিং বলেন, 'মিটার বক্সে ঢুকে পড়েছিল গোসাপটি। বোর্ডের পিছন দিয়ে ঢুকে পড়েছিল। স্কুলের তরফে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। উদ্ধারের পর গোসাপটিকে তার স্বাভাবিক বাসস্থানে ছেড়ে দিয়েছি। পরিবেশে এদের মস্ত বড় ভূমিকা আছে। এরা সাপের বাচ্চা, অন্য পোকামাকড় খেয়ে নেয়। বর্ষায় সম্ভবত তার বাসস্থানে জল ঢুকে গিয়েছে। অথবা শিকারের খোঁজেও এটি এখানে আসতে পারে। তবে এটিকে ভয় পাওয়ার কারণ নেই। সচরাচর গোসাপ কামড়ায় না। তবে কোনও কারণে এটি কামড়ে দিলেও চিকিতসার মাধ্যমে পুরোপুরি সুস্থ হওয়া যায়।'

West Bengal Hooghly school Monitor Lizard
Advertisment