দক্ষিণবঙ্গে অবশেষে বৃষ্টির খরা কেটেছে। গোটা দক্ষিণবঙ্গেই ঢুকে পড়েছে বর্ষা। শনিবার থেকেই দফায়-দফায় হালকা-মাঝারি বৃষ্টি হয়েছে। শনিবার পর রবিবার সকাল থেকেও মোটের উপর ছবিটা এক। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই হালকা বৃষ্টি চলছে।
উত্তরবঙ্গ দিয়ে রাজ্যে ঢুকেছে বর্ষা। তবে দক্ষিণবঙ্গে আসি-আসি করেও বর্ষা ঢুকতে অনেকটাই দেরি করেছে। তবে শেষমেশ পরিস্থিতি বদলেছে। গোটা দক্ষিণবঙ্গ জুড়েই ছেয়ে গিয়েছে বর্ষার মেঘ। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরে বর্ষা ঢুকতে বাকি ছিল। এবার সেই জেলাগুলিতেও বর্ষা ঢুকে পড়েছে। সুতরাং, আবহাওয়াবিদদের ধারণা, এবার গোটা রাজ্যেই বর্ষার বৃষ্টি চলবে।
আরও পড়ুন- বাহিনী মোতায়েন: নীরব কমিশন, বিড়ম্বনা বাড়ছে কেন্দ্রীয় বাহিনীর
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত নিম্নচাপের আকার নিয়েছে। তারই জেরে এবার রাজ্যজুড়ে সব জেলাতেই বৃষ্টি হবে। দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনার পাশাপাশি ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে। বরং আগামী কয়েকদিন উত্তরবঙ্গের দুই পার্বত্য অঞ্চলের জেলা দার্জিলিং, কালিম্পঙের পাশাপাপি বাকি জেলাগুলিতেও বৃষ্টি চলবে।