Monsoon AC Care Tips: দীর্ঘসময় ঠান্ডা থাকবে ঘর, হুড়মুড়িয়ে কমবে বিদ্যুৎ বিল! বাড়বে AC-র আয়ু, ৬ সেরা টিপসেই বাজিমাত

Monsoon AC Care Tips: রাজ্যের বর্ষায় বৃষ্টিও গরম থেকে স্বস্তি দিতে পারছে না। ভ্যাপসা গরমে প্রাণ একেবারে ওষ্ঠাগত। স্যাঁতস্যাঁতে, আর্দ্র আবহাওয়ায় ঘর ঠান্ডা রাখতে এয়ার কন্ডিশনার (AC) অনেকটাই ভরসার জায়গা।

Monsoon AC Care Tips: রাজ্যের বর্ষায় বৃষ্টিও গরম থেকে স্বস্তি দিতে পারছে না। ভ্যাপসা গরমে প্রাণ একেবারে ওষ্ঠাগত। স্যাঁতস্যাঁতে, আর্দ্র আবহাওয়ায় ঘর ঠান্ডা রাখতে এয়ার কন্ডিশনার (AC) অনেকটাই ভরসার জায়গা।

author-image
IE Bangla Tech Desk
New Update
Air conditioner installation

সঠিক উচ্চতায় এসি লাগানো জরুরি

Monsoon AC Care Tips:  রাজ্যের বর্ষায় বৃষ্টিও গরম থেকে স্বস্তি দিতে পারছে না। ভ্যাপসা গরমে প্রাণ একেবারে ওষ্ঠাগত। স্যাঁতস্যাঁতে, আর্দ্র আবহাওয়ায় ঘর ঠান্ডা রাখতে এয়ার কন্ডিশনার (AC) অনেকটাই ভরসার জায়গা। কিন্তু বর্ষাকালে ভুল সেটিংস ও রক্ষণাবেক্ষণের অভাবে এসির কার্যকারিতা নষ্ট হতে পারে। তাই আজকের এই প্রতিবেদনে জেনে নিন এই সিজনে AC ব্যবহারের সেরা ৬টি টিপস যা আপনার ঘর ঠান্ডা রাখবে, বিদ্যুৎ বিল কমাবে এবং AC-র আয়ু বাড়াবে।

Advertisment

বর্ষায় এসি মেশিনে আগুন লাগার আশঙ্কা! এই ৪ সংকেত কোনভাবেই উপেক্ষা নয়

বর্ষায় AC-র আদর্শ তাপমাত্রা কত রাখা উচিত?

Advertisment

বর্ষায় বাইরের তাপমাত্রা তুলনায় কম হলেও ঘরের আর্দ্রতা বেশি থাকে। তাই ঘরের তাপমাত্রা ২৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসে রাখলে শীতলতাও বজায় থাকবে এবং বিদ্যুৎ বিলে সাশ্রয়ও হবে।

সঠিক মোডে চালান - Dry Mode বর্ষার জন্য আদর্শ
বেশিরভাগ নতুন স্প্লিট ও উইন্ডো এসিতে থাকে Dry Mode। এই মোডে কুলিং কয়েল ঠান্ডা হয়ে বাতাস থেকে আর্দ্রতা শোষণ করে এবং জলীয় কণায় পরিণত করে ড্রেনেজ পাইপ দিয়ে বের করে দেয়। Dry Mode চালাতে রিমোট থেকে মোড নির্বাচন করুন।

ফিল্টার মাসে অন্তত একবার পরিষ্কার করুন
বর্ষায় ধুলো এবং আর্দ্রতার কারণে ফিল্টার দ্রুত ময়লা জমে যায়। মাসে অন্তত একবার ফিল্টার পরিষ্কার করলে এসির কার্যকারিতা বাড়ে এবং ইলেকট্রিক বিল কমে।

ফ্যানের সাথে AC চালান, কুলিং হবে দ্রুত

এসির সাথে হালকা ফ্যান চালালে ঠান্ডা দ্রুত ছড়িয়ে পড়ে এবং কনডেনসার ইউনিটে অতিরিক্ত চাপ পড়ে না। ফলে কম সময়ে বেশি কার্যকর শীতলতা পাওয়া যায়।

ঘরে কোন আসবাব বাধা সৃষ্টি করছে কি না তা চেক করুন
AC ভেন্ট বা ফ্যানের সামনে বড় আসবাবপত্র রাখলে শীতলতা বাধাপ্রাপ্ত হয়। পাশাপাশি LED TV বা কম্পিউটারের মত গরম জেনারেটিং যন্ত্রও বন্ধ রাখুন।

নিয়মিত সার্ভিস করান ও গ্যাস লিক পরীক্ষা করুন

  • বর্ষায় ময়লা ও স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় এসির কার্যকারিতা ব্যাহত হয়। তাই
  • প্রতি ৩–৬ মাস অন্তর সার্ভিস করান।
  • গ্যাস লিক আছে কি না দেখুন।
  • পুরনো ইউনিট হলে প্রফেশনাল মেইনটেন্যান্স করান।

বর্ষাকালে Dry Mode কীভাবে কাজ করে?

  • Dry Mode অন করলে
  • কুলিং কয়েল ঠান্ডা হয়ে যায়।
  • ঘরের আর্দ্র বাতাস এই কয়েলের সংস্পর্শে এসে ঠান্ডা হয়ে জলীয় কণায় পরিণত হয়।
  • এই জল ড্রেনেজ পাইপ দিয়ে বেরিয়ে যায়
  • ফলে ঘরে স্যাঁতস্যাঁতে ভাব বা আঠালোভাব দূর হয়, শীতলতা বজায় থাকে।

বর্ষায় এয়ার কন্ডিশনার ব্যবহার করতে চাইলে শুধু কুলিং নয়, রক্ষণাবেক্ষণ এবং সঠিক মোড ও তাপমাত্রাও জরুরি। উপরের ৬টি কৌশল মেনে চললে, আপনার AC চলবে দীর্ঘদিন ভালভাবে চলবে এবং বিলও আসবে কম।

বৃষ্টিতে শর্ট সার্কিট থেকে ১০০% সুরক্ষিত থাকুন টিভি, ফ্রিজ, মোবাইল, এসি! মাত্র ২০০ টাকার গ্যাজেটে পান সম্পুর্ণ সুরক্ষা

Ac air conditioner machine