Advertisment

West Bengal Weather Forecast, 6th June 2021: স্বস্তি দিয়ে বাংলায় বর্ষার প্রবেশ, কবে থেকে বৃষ্টিপাত?

West Bengal Weather Forecast Report Today, 6 June 2021: ইতিমধ্যে কেরলে বৃষ্টিপাত শুরু হয়েছে। এই রাজ্যেও সময়ের দু’দিন আগে প্রবেশ করেছে মৌসুমি বায়ু।

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal weather update 25 october 2021

কয়েকটি জেলায় বজ্রবিদ্য অতি ভারী বৃষ্টির পূর্বাভাস।

West Bengal Weather Forecast, 6 June 2021: তীব্র দাবদাহে স্বস্তি জুগিয়ে বর্ষার প্রবেশ উত্তরবঙ্গে। আবহাওয়া দফতর সূত্রে খবর, হিমালয় লাগোয়া ৫ জেলাতেই ঢুকেছে মৌসুমি বায়ু।নির্ধারিত সময়ের একদিন আগেই বঙ্গে বর্ষার আগমন। যার জেরে আগামি দুই-তিন দিনের মধ্যে বৃষ্টিপাত উত্তরবঙ্গে। কিন্তু প্রখর দাবদাহে অতিষ্ঠ দক্ষিণবঙ্গে। বাংলার এই অংশে বর্ষা কবে? হাওয়া অফিস বলেছে, আরও এক সপ্তাহ অপেক্ষা করতে হবে দক্ষিণবঙ্গকে। ১১ জুন বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার কথা। সেই নিম্নচাপের হাত ধরেই দক্ষিণবঙ্গে ঢুকবে বর্ষা।  

Advertisment

এদিকে, ইতিমধ্যে কেরলে বৃষ্টিপাত শুরু হয়েছে। এই রাজ্যেও সময়ের দু’দিন আগে প্রবেশ করেছে মৌসুমি বায়ু। আগামি ৪-৫ দিনের মধ্যেই সেই বায়ু কর্ণাটক হয়ে ওড়িশা, বাংলার বাকি অংশে প্রবেশ করবে। আগামি ১০ দিনের মধ্যেই বৃষ্টির স্বাদ পাবেন ভারতীয়রা। এমনটাই জানিয়েছে, হাওয়া অফিস। ইতিমধ্যে কেরল, গোয়া ও আরব সাগ্র হয়ে বর্ষা মহারাষ্ট্র এবং গুজরাত উপকূলে পৌঁছেছে। সেই বায়ু জুনের তৃতীয় সপ্তাহের মধ্যে প্রবেশ করবে উত্তর ভারত এবং ঝাড়খণ্ডে।

Thunderstorm, Lightning, Rainfall, Monsoon, Weather Update
রবিবার বজ্যবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাত হয় গাঙ্গেয়বঙ্গের বেশ কয়েকটি জেলায়। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ

অপরদিকে, বঙ্গোপসাগরের নিম্নচাপের হাত ধরে বর্ষা প্রবেশ করবে অন্ধ্র প্রদেশ এবং তেলেঙ্গানায়। একইভাবে কেরলের মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি হবে তামিলনাড়ুতেও। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি শনিবার দিনভর কড়া রোদের পর অবশ্য কলকাতা সহ সংলগ্ম বিভিন্ন জেলায় ক্ষণিকের বৃষ্টি হয়। আর তাতেই যেন মেনে স্বস্তি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজও বাংলার একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে, দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে হতে পারে বৃষ্টিপাত। বাংলার বিভিন্ন জেলায় আগামী সপ্তাহে বৃষ্টিপাত বাড়বে। মাঝামাঝি থেকে ভারী বৃষ্টি হবে।

রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৬ ডিগ্রি সেলসিয়ায় এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াস থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বাতাসে সর্বোচ্চ জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ ৮৯ শতাংশ।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

kerala north bengal Bay of Bengal weather latest news West Bengal Weather Today West Bengal Weather Forecast
Advertisment