Advertisment

Burdwan: প্রার্থী কীর্তিকে খাইয়েছিলেন বাড়িতে, সেই তৃণমূল নেত্রীর ভাসুরই চোলাই বেচার অপরাধে গ্রেফতার!

TMC: কয়েক দিন আগে ভোটের প্রচারে মন্তেশ্বরে এসে কীর্তি তৃণমূলের এই সভানেত্রীর বাড়িতে মধ্যাহ্ন ভোজন সেরেছিলেন। সেই সভানেত্রীর ভাসুর অরুণাভ সোমকে একই বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করল।

IE Bangla Web Desk এবং Rajit Das
New Update
Monteshwar TMC leader Chua Dutta Soms relative arrested for illegaly saleselling liquor, প্রার্থী কীর্তিকে খাইয়েছিলেন বাড়িতে মন্তেশ্বরের সেই তৃণমূল নেত্রী চুয়া দত্ত সোমের ভাসুর অরুণাভ বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগে গ্রেফতার

Lok Sabha Polls 2024: তোলপাড় বর্ধমান-দুর্গাপুর। প্রচারে হাতিয়ার পেল বিজেপি। বাঁদিকের ছবিতে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের সঙ্গে নেত্রী চুয়া দত্ত সোম।

Arrest ON Charges Of Illegal Supply Of Liquor: ভোটের ময়দানে তুঙ্গে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ও তৃণমূলের কীর্তি আজাদের বাক্যবাণের লড়াই। সেই লড়াইয়ে দিলীপ ঘোষকে রসদ যুগিয়ে দিল পূর্ব-বর্ধমানের মন্তেশ্বর ব্লক তৃণমূলের সভানেত্রী চুয়া দত্ত সোমের পরিবারের কীর্তি। কয়েক দিন আগে ভোটের প্রচারে মন্তেশ্বরে এসে কীর্তি তৃণমূলের এই সভানেত্রীর বাড়িতে মধ্যাহ্ন ভোজন সেরেছিলেন। সেই সভানেত্রীর ভাসুর অরুণাভ সোমকে একই বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করল। অভিযোগ, বেআইনি ভাবে চোলাই মদের রমরমা কারবারের হোতা অরুণাভ। লোকসভা ভোটের মুখে এমন ঘটনা মন্তেশ্বরে ব্যাপক শোরগোল পড়েছে। এ নিয়ে কটাক্ষের বন্যাও বইয়ে দিচ্ছেন বিজেপি নেতারা।

Advertisment

বর্ধমান- দুর্গাপুর লোকসভা আসনে এবার বিজেপি দিলীপ ঘোষকে প্রার্থী করেছে। তার বিপক্ষে তৃণমূলের প্রার্থী হয়ে ভোটে লড়ছেন কীর্তি আজাদ। প্রচারে নেমেই দুই প্রার্থী একে অপরের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। দিন যত গড়াচ্ছে প্রচারেও কেউ কাউকে এক ইঞ্চি জায়গা ছাড়তে নারাজ। বর্ধমান দুর্গাপুর লোকসভা অধীন মন্তেশ্বরে কীর্তি আজাদ যেমন প্রচারে গিয়েছিলেন তেমনই দিলীপ ঘোষও গিয়েছেন। সেই মন্তেশ্বরেই তৃণমূলের সভানেত্রীর পরিবার সদস্যের কীর্তি তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকে যেন বড় অস্বস্তিতে ফেলে দিল।

আরও পড়ুন- Bhupatinagar OC vs BJP MLA: বিতর্কে ভূপতিনগরের ওসি, বিরাট পদক্ষেপ বিজেপি বিধায়কের

মন্তেশ্বর ব্লক তৃণমূলের সভানেত্রী চুয়া দত্ত সোমের বাড়ি মন্তেশ্বর গ্রামের মাইচ পড়ায়। মন্তেশ্বর পঞ্চায়েত সমিতর নারী ও শিশু কল্যাণ দফতরের কর্মাধ্যক্ষও তিনি। বাড়ি সংলগ্ন এলাকায় তাঁর স্বামী অমিতাভ সোমের ছোট্ট একটি মুদিখানা দোকান রয়েছে। পাঁচিল ঘেরা একই বাড়িতে বসবাস করেন তৃণমূল নেত্রী চুয়া দত্ত সোমের ভাসুর অরুণাভ সোম। মন্তেশ্বর বাসস্ট্যান্ডে একটি গুমটি দোকান রয়েছে চুয়া দত্ত সোমের শ্বশুর বিনয় সোমের। তারই অদূরে রয়েছে চুয়ার ভাসুর অরুণাভ সোমের একটি স্টেশনারী দোকান। এলাকাবাসীর অভিযোগ, বিনয় সোম ও তার ছেলে অরুণাভ কারুরই দোকানে বিক্রিবাটা তেমন হয় না। তবে রাতের অন্ধকারে বেআইনি ভাবে মদ বিক্রী করে দু'জনেই ভালই টাকা রোজগার করছেন। এলাকার মানুষজন নিষেধ করলেও মদের কারবার বন্ধ কোনও আগ্রহ দেখাননি অরুণাভ। উল্টে তিনি তাঁর ভ্রাতৃবধূ তথা তৃণমূল সভানেত্রী চুয়া দত্ত সোমের রাজনৈতিক প্রভাব খাটিয়ে বেআইনি মদের কারবারের রমরমা আরও বাড়িয়ে দেন। মদ বিক্রির মাধ্যমে প্রচুর অর্থ রোজগার করে অরুণাভ এখন নতুন দোতলা বাড়িও তৈরী করছেন বলে জানান স্থানীয়রা।

এহেন মদ কারবারীর ডেরাতেই মঙ্গলবার ভোর রাতে হানাদেয় মন্তেশ্বর থানার পুলিশ। তখন রমরমিয়ে চলছিল বেআইনি মদ বিক্রি। ফলে অরুণাভকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। পরে গ্রেফতারও করে। ধৃতের কাছ থেকে ২০ লিটার চোলাই মদ উদ্ধার হয়েছে বলে পুলিশের দাবি। সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ এদিনই ধৃত অরুণাভ সোমকে কালনা মহকুমা আদালতে পেশ করে। তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকে বাড়িতে আহ্বান জানিয়ে মধ্যাহ্ন ভোজন করানো তৃণমূলের সভানেত্রীর পরিবার সদস্যের এমন কীর্তি চাউর হতেই এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। আর এই ঘাটনাকে হাতিয়ার করে ভোটের প্রচারে তৃণমূলকে নাস্তানাবুদ করতে উঠে পড়ে লেগেছেন বিজেপি নেতৃত্ব।

আরও পড়ুন- Sealdah Division Local Train: শিয়ালদহ শাখার যাত্রীদের জন্য প্রচণ্ড সুখবর, কবে থেকে সব লোকাল ১২ কামরার?

জেলা বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, 'মদ ,মাদক এসবের কারবারে তৃণমূলের জুড়ি নেই। যেমনটা সন্দেশখালির দোর্দদণ্ডপ্রতাপ তৃণমূল নেতা শেখ শাহজাহানের মাছের কারবারের আড়ালে মাদক কারবারের যোগ এখন খুঁজছে ইডি। সেই একই দলের মন্তেশ্বরের নেত্রীর রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে তাঁর ভাসুর চোলাই মদের কারবার করবেন না, তা কি হয়। এরাই তৃণমূলের সম্পদ। এবারের লোকসভা ভোটে বাংলার মানুষ এদের যোগ্য জবাব দিয়ে দেবে।'

তৃণমূল নেত্রী চুয়া দত্ত সোম তাঁর ভাসুরের গ্রেফতারি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। তবে তৃণমূল কংগ্রেসের মন্তেশ্বর ব্লক সভাপতি কুমারজিত পান বলেন, 'চুয়া দত্ত সোম আমাদের দলের ভাল নেত্রী। তবে ওনার ভাসুর অরুণাভ সোমের সঙ্গে আমাদের দলের কোন সম্পর্ক নেই। তাই মদ বিক্রির অভিযোগে চুয়ার ভাসুরকে পুলিশের গ্রেফতারের কোনও প্রভাব লোকসভা ভোটে মন্তেশ্বরে পড়বে না।'

Kirti Azad Hooch burdwan tmc Durgapur
Advertisment