Advertisment

'ইমরান আমার বন্ধু, প্রয়োজনে আবার কথা বলব'

"কলকাতায় ওর (ইমরান খান) প্রচুর বন্ধু আছে। আমার স্বামীও ওর বন্ধু। ফলে, আমি ইমরানের একমাত্র বন্ধু নই"।

author-image
IE Bangla Web Desk
New Update
Phase 2 Election 2019 Live, Phase-II Lok Sabha Polls Live:, loksabha election 2019, moonmoon sen, imran khan, লোকসভা নির্বাচন ২০১৯, মুনমুন সেন, ইমরান খান

মুনমুন সেন ও ইমরান খান।

প্রয়োজনে 'বন্ধু' ইমরানের সঙ্গে ফের কথা বলব। বৃহস্পতিবার এমনটাই জানালেন আসানসোল কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা অভিনেত্রী মুনমুন সেন। সম্প্রতি বিজেপি নেতা মুকুল রায় তৃণমূলকে বিঁধে বলেছিলেন, "শুনছি, মুনমুন সেনের প্রচারে ইমরান খান আসছেন"। মুনমুনের এদিনের মন্তব্যকে মুকুলের প্রতি উত্তর হিসাবেই দেখছে রাজনৈতিক মহলের একাংশ।

Advertisment

সুচিত্রা-কন্যা এদিন সংবাদ সংস্থা পিটিআই-কে বলেন, "ইমরান আমার বন্ধু। আমরা একে অপরের সঙ্গে কোনওভাবেই যুক্ত নেই। কিন্তু, যে ধরনের বিভেদের রাজনীতি (পাকিস্তান বিরোধী জাতীয়তাবাদ সম্পর্কিত) ইদানিং চলছে তা ভয়ঙ্কর"। দু'দেশের সম্পর্কের উন্নতির জন্য ইমরান খানের সঙ্গে কথা বলার প্রয়োজন হলে কি তিনি এগিয়ে আসবেন? প্রশ্ন শেষ না হতেই তৎক্ষণাৎ মুনমুনের জবাব, "কেন বলব না? আরে, আমরা তো বন্ধু"।

আরও পড়ুন: ‘সুন্দর চেহারা দেখে কেউ ভোট দেবে না’, মুনমুনকে কটাক্ষ দিলীপের

তবে পাক প্রধানমন্ত্রী ইমরানের সঙ্গে এ প্রসঙ্গে নিজে উদ্যোগ নিয়ে কথা বলতে যাবেন না বলেই জানিয়েছেন মুনমুন সেন। তাঁর মতে, দেশে অনেক যোগ্য নেতা আছেন। ফলে, তাঁকে এমন অনুরোধ করা হবে না বলেই তিনি মনে করেন। কিন্তু, মমতা বন্দ্যোপাধ্যায় যদি তাঁকে ইমরান খানের সঙ্গে কথা বলতে বলেন, তাহলে? মুনমুন বলেন, "দেশে অনেক যোগ্য নেতা রয়েছেন। মমতা নিজেও অত্যন্ত সুযোগ্য নেত্রী এবং তিনি আমাকে কখনও ব্যক্তিগত সম্পর্ক ব্যবহার করে এমন পদক্ষেপ গ্রহণ করতে বলবেন না"।

ইমরানের সঙ্গে এখনও বন্ধুত্ব আছে?

মুনমুন সেন এদিন বলেন, "কলকাতায় ওর (ইমরান খান) প্রচুর বন্ধু আছে। আমার স্বামীও ওর বন্ধু। ফলে, আমি ইমরানের একমাত্র বন্ধু নই"। বেশ কয়েক বছর আগে কলকাতায় একটি ভারত-পাক ক্রিকেট ম্যাচ চলাকালীন ইমরানের সঙ্গে তাঁর শেষ দেখা হয়েছে বলেও জানিয়েছেন মুনমুন সেন।

আরও পড়ুন: অর্জুন গড়ে ‘মিত্র শক্তি’র পরীক্ষা, প্রার্থী হয়ে ‘আপ্লুত’ মদন

উল্লেখ্য, মুনমুন-ইমরান 'বন্ধুত্ব' নিয়ে আট ও নয়ের দশকে (ইমরান খান সে সময় পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক) সিনে ম্যাগাজিন ও ট্যাবলয়েডে প্রচুর শিরোনাম তৈরি হয়েছে। আজও কান পাতলেই দু'জনের সম্পর্কে নানা মুখরোচক গল্পও শোনা যায়। তবে, বাংলাদেশের দুই অভিনেতা (ফেরদৌস ও গাজি আবদুল নূর) তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার করায়, ইমরান খানও প্রচার করতে পারেন বলে তীর্যক মন্তব্য করেন তৃণমূল থেকে বিজেপি-তে যাওয়া মুকুল রায়। বালাকোট পর্ব পরবর্তী ভোটের মরশুমে এরপর থেকেই মুনমুন-ইমরান সম্পর্ক নিয়ে ফের আলোচনা শুরু হয়। এই প্রেক্ষিতে মুনমুন সেনের এদিনের মন্তব্য রীতিমতো তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Read the full story in English

lok sabha 2019 imran khan
Advertisment