Advertisment

Premium: ৪ কেন্দ্রের ৭ এলাকায় ১ লক্ষের বেশি লিড, কোন 'জাদু'তে প্রতিপক্ষকে ধুলোয় মেশাল তৃণমূল?

TMC: এবারের লোকসভা নির্বাচনে স্বপ্নাতীত সাফল্য পেয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল। ২০১৯ সালের চেয়েও এবার দুরন্ত ফল করেছে তৃণমূল। ২৯টি আসনে জয় পেয়েছেন ঘাসফুল প্রার্থীরা। অন্যদিকে, ২০১৯ সালে সাড়া ফেলে দিলেও চব্বিশের লোকসভা ভোটে এরাজ্যে মুখ থুবড়ে পড়েছে বিজেপি। আসন সংখ্যা ১৮ থেকে কমে হয়েছে ১২।

author-image
Joyprakash Das
New Update
Tmc Rainganj Ranaghat Dakshin Bagda Maniktala Assembly By Election 2024

WB Assembly By Election 2024-TMC: এবার বিধানসভা উপনির্বাচনে তিন কেন্দ্রে 'খেলা' ঘোরাতে পারবে তৃণমূল?

Lok Sabha Election 2024: এবারের লোকসভা ভোটে বিধানসভা ভিত্তিক ৪টি কেন্দ্রের ৭টি এলাকা থেকে ১ লক্ষের বেশি ব্যবধানে লিড পেয়েছেন জয়ী প্রার্থীরা। ৪টি লোকসভা কেন্দ্রই দক্ষিণবঙ্গে। ডায়মন্ড হারবার, বসিরহাট, জয়নগর ও ঘাটাল। তার মধ্যে শুধু ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রেই রয়েছে ৪টি বিধানসভা। ফলতা, ডায়মন্ড হারবার, বজবজ ও মেটিয়াবুরুজ বিধানসভা এলাকায় ১ লক্ষের বেশি ব্যবধানে তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় এগিয়ে। ফলতায় অভিষেকের লিড ১,৬৮,৩৭২। এটাই বিধানসভা ভিত্তিক রাজ্য সর্বাধিক লিড।

Advertisment

দক্ষিণ ২৪ পরগণার ক্যানিং পূর্ব বিধানসভা এলাকায় তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল ১,৬৬,২২৪ ভোটের লিড পেয়েছেন। অন্যদিকে বসিরহাট লোকসভা কেন্দ্রের হাড়োয়া বিধানসভা এলাকায় তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম বিজেপি প্রার্থী রেখা পাত্রের থেকে ১,১১,১২১ ভোটের লিড পেয়েছেন। মালদা দক্ষিণের সুজাপুর বিধানসভা এলাকায় কংগ্রেস পেয়েছে ১,২৯,৪২০টি ভোট, বিজেপির প্রাপ্ত ভোট ১৮,০৯৪। এখানে বিজেপির থেকে এক লক্ষের বেশি ব্যবধানে লিড পেলেও এই বিধানসভায় তৃণমূল কংগ্রেস ৪৫,৭৯১টি ভোট পেয়েছে।

ডায়মন্ড হারবারের ফলতা বিধানসভা এলাকায় সর্বাধিক লিড পেয়েছে তৃণমূল কংগ্রেস। এই বিধানসভা এলকায় ১০টি বুথে বিজেপি প্রার্থী শূন্য (০) ভোট পেয়েছেন। এছাড়া ১ থেকে ৯টি ভোট পেয়েছে অসংখ্য বুথে। নীচে ফলতার কয়েকটি বুথের ভোট প্রাপ্তির চিত্র তুলে ধরা হল।

বুথ

১৭৭ তৃণমূল ৬৮৮ বিজেপি ৪
১৭৮ তৃণমূল ৯২১ বিজেপি ১
১৭৯ তৃণমূল ৭০৮ বিজেপি ০
১৮০ তৃণমূল ১০৪৫ বিজেপি ১
১৮১ তৃণমূল ১১৭৪ বিজেপি ০
১৮২ তৃণমূল ৯৬৭ বিজেপি ৮
১৮৩ তৃণমূল ৭৫৮ বিজেপি ০
১৮৪ তৃণমূল ৮৫৫ বিজেপি ০
১৮৫ তৃণমূল ৭০৬ বিজেপি ৭
১৮৮ তৃণমূল ৫৬৩ বিজেপি ৮
১৮৯ তৃণমূল ১১৪৫ বিজেপি ২
১৯০ তৃণমূল ৭৬২ বিজেপি ৩
১৯১ তৃণমূল ৫৪৮ বিজেপি ০

আরও পড়ুন- unique initiative: অভূতপূর্ব! প্রকৃতি বাঁচাতে নজিরবিহীন এক কর্মযজ্ঞ, শিক্ষকদের সঙ্গে সামিল খুদে পড়ুয়ারা!

ফলতা বিধানসভা এলাকার ২৬০টি বুথে বিজেপি ভোট পেয়েছে ১৫,২৬৩টি। ১,৮৩,৬৩৫টি ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস। সিপিএমের প্রতীকুর রহমান পেয়েছেন ২,৩১৫টি ভোট। ডায়মন্ড হারবারের বজবজ বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেস পেয়েছে ১,৫৯,৭৮০টি ভোট। বিজেপির প্রাপ্ত ভোট ৪১,৯৪২। ডায়মন্ড হারবার বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেস পেয়েছে ১,৪৭,৩৪৩টি ভোট। বিজেপি ভোট পেয়েছে ৪৩,১৭৬টি। এই লোকসভার মেটিয়াবুরুজ এলাকায় ১,৪৫,৮৯৬টি ভোট পেয়েছে তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রার্থী অভিজিৎ দাস পেয়েছেন ৩০,১৫৬টি ভোট। তৃণমূলের লিড ১,৬৮,৩৭২। অর্থাৎ ডায়মন্ড লোকসভা কেন্দ্রের চার বিধানসভায় প্রতিটিতেই তৃণমূলের লিড ১ লক্ষেরও বেশি।

ঘাটাল লোকসভা কেন্দ্রে জয়ের ব্যাপারে বারবার অবদান থাকে কেশপুর বিধানসভা এলাকার। বামফ্রন্ট আমলেও এর ব্যতিক্রম ছিল না। এখনও কেশপুরে বেশি লিড নেওয়ার লক্ষ্য থাকে শাসকদলের। সেই লক্ষ্যে ২০২৪ নির্বাচনেও সফল জোড়াফুল শিবির। জয়ী প্রার্থীরা কেশপুর থেকেই সর্বাধিক লিড পান। এবারেও তার ব্যতিক্রম হয়নি।
কেশপুরের কয়েকটি বুথের ভোট চিত্র তুলে ধরা হল।

বুথ

২৩০ তৃণমূল ৪৭১ বিজেপি ১
২৩১ তৃণমূল ১০৯৫ বিজেপি ৭
২৩২ তৃণমূল ৯৪৪ বিজেপি ৪
২৩৩ তৃণমূল ৬০১ বিজেপি ৬
১৭৫ তৃণমূল ৪৭৫ বিজেপি ৫
১৭৬ তৃণমূল ৮৮৭ বিজেপি ০
১৭৭ তৃণমূল ১২০৬ বিজেপি ৫
১৭৮ তৃণমূল ৮০৭ বিজেপি ৬
১৭৯ তৃণমূল ১০৩৭ বিজেপি ৫
৫৯ তৃণমূল ১০৭৮ বিজেপি ৫
৬০ তৃণমূল ৪১২ বিজেপি ২
৬১ তৃণমূল ৬১৪ বিজেপি ৩
৬২ তৃণমূল ৫৯৫ বিজেপি ২

আরও পড়ুন- AC Classroom: জ্বালাপোড়া গরম থেকে মুক্তি! এবার সরকারি স্কুলের ক্লাসরুমে AC!

ঘাটাল লোকসভার মধ্যে কেশপুর বিধানসভা এলাকায় মোট বুথ রয়েছে ২৮২টি। এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী তথা অভিনেতা দেব পেয়েছেন ১,৬২,১৩০টি ভোট, বিজেপি প্রার্থী অভিনেতা হিরন্ময় চট্টোপাধ্যায় পেয়েছেন ৫৮,৭৭২টি ভোট। কেশপুর থেকে ১,০৩,৩৫৮ ভোটের লিড পেয়েছেন দেব।

বসিরহাট লোকসভা কেন্দ্রে এবার সবার নজর কেড়েছিল। এখানে বিজেপি প্রার্থী করেছিল সন্দেশখালির আন্দোলনকারী রেখা পাত্রকে। কিন্তু ৩ লক্ষের বেশি ভোটে তাঁকে পরাজিত করে তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম। হাড়োয়া বিধানসভা এলাকা থেকে সর্বাধিক লিড পেয়েছেন হাজি নুরুল। হাড়োয়া বিধানসভা এলাকার কিছু বুথের ভোটচিত্র।

বুথ

১ তৃণমূল ৩৯১ বিজেপি ২
২ তৃণমূল ৩৫৮ বিজেপি ৫
৩ তৃণমূল ৯০৭ বিজেপি ২
৫ তৃণমূল ১০৪৭বিজেপি ৯
৬ তৃণমূল ৮১০ বিজেপি ৭
৭ তৃণমূল ৩৭৯ বিজেপি ৬
৮ তৃণমূল ৫৪৪ বিজেপি ৭
৯ তৃণমূল ৬৫১ বিজেপি ৪
১০ তৃণমূল ৬৩১ বিজেপি ৬
১১ তৃণমূল ৫৪৫ বিজেপি ৪
১২ তৃণমূল ৭৩৭ বিজেপি ৪
১৩ তৃণমূল ৫৫২ বিজেপি ৬
১৪ তৃণমূল ৯৪৩ বিজেপি ৫

হাড়োয়ায় মোট বুথ ২৮০। তৃণমূল প্রার্থী হাজির নুরুল ইসলাম ১,৪৫,৩৩৬টি ও বিজেপি প্রার্থী রেখা পাত্র পেয়েছেন ৩৪,২৩৫টি ভোট।

জয়নগরের ক্যানিং বিধানসভা এলাকায় ১,৬৬,২২৪ ভোটের লিড পেয়েছেন তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল। এই বিধানসভার কয়েকটি বুথের ভোট প্রাপ্তির চিত্র।

বুথ

১৭৬ তৃণমূল ৪৮১ বিজেপি ২
১৭৭ তৃণমূল ৯৭৮ বিজেপি ৭
১৭৮ তৃণমূল ৯০৫ বিজেপি ৪
১৭৯ তৃণমূল ১২০৪ বিজেপি ৬
১৮০ তৃণমূল ৯৯৪ বিজেপি ২
১৯৮ তৃণমূল ৭৭৫ বিজেপি ৯
২০০ তৃণমূল ১০০৪ বিজেপি ০
২০৫ তৃণমূল ৯৭১ বিজেপি ৫
২০৬ তৃণমূল ৯৮৪ বিজেপি ৩
২০৭ তৃণমূল ৮০০ বিজেপি ৯
২০৮ তৃণমূল ৭৫০ বিজেপি ২
২০৯ তৃণমূল ১১১৯ বিজেপি ৪
২১০ তৃণমূল ৯৪৩ বিজেপি ৬

ক্যানিং পূর্বে মোট বুথ ২৭৩। এই বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেস পেয়েছে ১,৮৪,৫৬৯টি ভোট। বিজেপি পেয়েছে ১৮,৩৪৫। তৃণমূলের লিড ১,৬৬,২২৪।

বিজেপির অভিযোগ, শুধু এই এক লক্ষের ব্যবধানে এগিয়ে থাকা বিধানসভা ছাড়াও বুহ বুথে রিগিং করেছে তৃণমূল কংগ্রেস। এমনকী বিজেপি নেতৃত্বের একাংশের অভিযোগ, কোথাও কোথাও কেন্দ্রীয় বাহিনীর সঙ্গেও সেটিং ছিল তৃণমূলের। ঘাসফুল শিবিরের বক্তব্য, প্রতিটি কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল। অযথা অভিযোগ করছে বিজেপি।

abhishek banerjee tmc Mamata Banerjee loksabha election 2024
Advertisment