WB TET 2023: শিক্ষক নিয়োগকাণ্ডে তোলপাড়ের মধ্যেই আজ রাজ্যজুড়ে প্রাথমিকের TET। তিন লক্ষেরও বেশি পরীক্ষার্থী আজ প্রাথমিকের টেট পরীক্ষায় বসেছেন। রাজ্যজুড়ে ৭৭৩টি কেন্দ্রে টেট পরীক্ষা। এর মধ্যে পাঁচটি পরীক্ষাকেন্দ্র রয়েছে কলকাতায়। প্রাথমিকের টেট পরীক্ষাকে কেন্দ্র করে কড়া নজরদারির বন্দোবস্ত প্রশাসনের।
আজ গোটা রাজ্যে ৩ লক্ষ ৯ হাজার ৫৪ জন পরীক্ষার্থী টেট পরীক্ষায় বসেছেন। পরীক্ষার্থীদের সুবিধার্থে আজ বিশেষ পরিষেবা দিচ্ছে মেট্রোরেল কর্তৃপক্ষ। অন্য রবিবারগুলিতে সকাল ৯ টা থেকে মেট্রো পরিষেবা চালু হলেও আজ পরীক্ষার্থীদের সুবিধার্থে সকাল ৬.৫০ থেকে মেট্রো পরিষেবা শুরু হয়ে যায়। বেলা বারোটা থেকে পরীক্ষা শুরু এবং শেষ বেলা আড়াইটেয়।
আরও পড়ুন- ক্ষুব্ধ রাজ্যপাল! সমাবর্তনের আগের রাতেই সরালেন যাদবপুরের উপাচার্যকে
শিক্ষক নিয়োগকাণ্ডে তোলপাড় বাংলায়। ইতিমধ্যেই শিক্ষাক্ষেত্রে নিয়োগে দুর্নীতির অভিযোগে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেলবন্দি। জেলে রয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যও। শিক্ষায় নিয়োগে বেনজির দুর্নীতি হয়েছে বাংলায়, এমনই দাবি কেন্দ্রীয় তদন্ত সংস্থার।
এই আবহেই আজ রাজ্যে প্রাথমিকের টেট। শিক্ষক নিয়োগের এই পরীক্ষাকে ত্রুটিমুক্ত করতে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষাকেন্দ্রগুলিতে বিশেষ নজরদারির বন্দোবস্ত করা হয়েছে।