Advertisment

বঙ্গে ফের করোনা-কামড়, এক ধাক্কায় দৈনিক সংক্রমণ সাড়ে ৩০০ পার

রাজ্যে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে করোনা।

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal todays corona updates 20 july 2022

বঙ্গে বাড়ছে সংক্রমণ।

ফের নতুন করে রাজ্যে আতঙ্ক বাড়াচ্ছে করোনা। মাঝে একদিন সংক্রমণ কম থাকলেও গতকাল এক ধাক্কায় সংক্রমণ ছাড়িয়ে গিয়েছে সাড়ে তিনশোর গণ্ডি। স্বভাবতই রাজ্যের করোনার সার্বিক এই চিত্রে ফের একবার উদ্বেগ বাড়ছে।

Advertisment

দেশের একাধিক রাজ্যে ফের একবার উদ্বেগের বড়সড় কারণ হয়ে উঠছে করোনা। বাংলাতেও নতুন করে চিন্তা বাড়াচ্ছে করোনাভাইরাস। রাজ্য স্বাস্থ্য দফতেরর রবিরারের দেওয়া তথ্য অনুযায়ী, নতুন করে বঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন ৩৬২ জন। শুধু তাই নয়, করোনায় মৃত্যু ও হয়েছে একজনের।

দিন কয়েক ধরেই বঙ্গের করোনা পরিসংখ্যান নিয়ে তেমন মাথাব্যথা ছিল না রাজ্যবাসীর। তবে রবিবারের পরিসংখ্যান কিন্তু ফের উদ্বেগ বাড়াতে শুরু করেছে। রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, রবিবার নতুন করে ৩৬২ জন করোনায় সংক্রমিত হওয়ার পাশাপাশি করোনায় মৃত্যু হয়েছে একজনের। একইসঙ্গে করোনামুক্ত হয়েছেন ৭৩ জন।

আরও পড়ুন- এই সেই তীর্থক্ষেত্র, যেখানে এলে দূর হয়ে যায় অমঙ্গল, কেটে যায় বিপদ

পরিসংখ্যান বলছে, রাজ্যে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২০ লক্ষ ২১ হাজার ৯১৭ জন। অবশ্য ইতিমধ্যেই করোনামুক্ত হয়েছেন ১৯ লক্ষ ৯৮ হাজার ৭৯৬ জন। রাজ্যে সুস্থতার হার বর্তমানে ৯৮.৮৬ শতাংশ। এখনও পর্যন্ত রাজ্যে করোনার বলি বেড়ে ২১ হাজার ২০৮ জন।

দেশের প্রায় সব বড় শহরেই নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে করোনা। বামিজ্যনগরী মুম্বই থেকে শুরু করে রাজধানী দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরুতে সংক্রমণ বাড়ছে। বেশ কিছু জায়গায় নতুন করে করোনা বিধি লাগু করার সওয়াল তুলেছেন বিশেষজ্ঞরা।

coronavirus Bengal Corona West Bengal Coronavirus Update
Advertisment