Advertisment

Kolkata Metro: মেট্রোযাত্রীরা এখবর আগে পড়ুন! অভূতপূর্ব তৎপরতায় যুগান্তকারী সাফল্যের শীর্ষে কলকাতা মেট্রো

Metro Ride Kolkata: যাত্রী সাধারণের সুবিধার্থে এর আগেও নানা নজিরবিহীন সব তৎপরতা নিতে দেখা গিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষকে। এবার যাত্রীদের সুবিধার্থে আরও এক অভূতপূর্ব তৎপরতা নেওয়া শুরু হয়ে গিয়েছিল কয়েকমাস আগেই। ক্রমেই কলকাতা মেট্রোর সেই বেনজির তৎপরতা যাত্রীদের দারুণভাবে উৎসাহিত করেছে। সেব্যাপারেই বিস্তারিতভাবে জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র।

author-image
IE Bangla Web Desk
New Update
more than 5.18 lakh android and 8200 ios users downloades metro ride kolkata app

Kolkata Metro: কলকাতা মেট্রো।

Metro Railway Kolkata: ‘মেট্রো রাইড কলকাতা অ্যাপ’ তার ক্রমবর্ধমান জনপ্রিয়তার সঙ্গে আরেকটি মাইলফলক ছুঁয়ে ফেলেছে! এখনও পর্যন্ত ৫ লক্ষ ১৮ হাজারেরও বেশি Android ব্যবহারকারী এবং ৮ হাজার ২০০ iOS ব্যবহারকারী এই অ্যাপটি ডাউনলোড করেছেন।

Advertisment

সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস (CRIS) দ্বারা তৈরি এই অ্যাপটি শুরু থেকেই ব্যবহারকারীদের মধ্যে দারুণভাবে জনপ্রিয় হয়েছে। এই অ্যাপটি মেট্রো যাত্রীদের তাদের স্মার্ট কার্ড রিচার্জ করতে বা QR কোড ভিত্তিক টিকিট যেকোন সময় যে কোনও স্থান থেকে বুক করতে সক্ষম করেছে। যাত্রীদের সুবিধার জন্য, 'মেট্রো রাইড কলকাতা' অ্যাপটি গত ৫ মার্চ অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে এবং গত ২২ মার্চ iOS প্ল্যাটফর্মে চালু করা হয়েছিল।

গত ৩০ জুন পর্যন্ত ৫ লক্ষ ১৮ হাজারের বেশি Android ব্যবহারকারী Google Play Store থেকে এই অ্যাপটি ডাউনলোড করেছেন এবং ৮ হাজার ২০০-র বেশি iOS ব্যবহারকারী অ্যাপল স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করেছেন। এই পরিসংখ্যানগুলি মেট্রো ব্যবহারকারীদের মধ্যে এই অ্যাপটির গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তা নির্দেশ করে।

আরও পড়ুন- Kolkata Weather Today: আজ থেকে একটানা কাঁপানো বৃষ্টি! তুমুল দুর্যোগ চলবে কতদিন? তালিকায় কোন কোন জেলা?

এই পরিষেবা সম্পর্কে আরও যাত্রীদের সচেতন করার জন্য, উত্তর-দক্ষিণ এবং পূর্ব-পশ্চিম মেট্রো স্টেশনগুলির প্ল্যাটফর্ম টেলিভিশনগুলিতে এই অ্যাপটি কীভাবে ডাউনলোড এবং ব্যবহার করতে হবে সে সম্পর্কে বিশেষ প্রচারমূলক চলচ্চিত্রগুলি দেখানো হচ্ছে। মেট্রো কর্মীরা যাত্রীদের গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করতে এবং বিভিন্ন স্টেশনে এটি ব্যবহার করার পদ্ধতি দেখাতে সহায়তা করছেন।

আরও পড়ুন- Nabanna initiative on Lynching: গুজবে দিকে দিকে গণপিটুনি! মারাত্মক প্রবণতা রুখতে ভীষণ কঠিন পদক্ষেপ নবান্নের

Metro kolkata metro metro rail
Advertisment