Rajdhani Express: লোকসভা নির্বাচনের মুখে আবারও বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার। দিন কয়েক আগেই আসানসোলে এক ব্যক্তির ট্রলিব্যাগ থেকে মিলেছিল ৫০ লক্ষ টাকা। সম্প্রতি কোলাঘাটে নাকা চেকিংয়ের সময়ে একটি গাড়ি থেকে মেলে ২০ লক্ষ টাকা। এবার ঘটনাস্থল হাওড়া স্টেশন। ডাউন নিউ দিল্লি-হাওড়া রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে ৫০ লক্ষেরও বেশি নগদ টাকা উদ্ধার করল জিআরপি। একইসঙ্গে এই ঘটনায় গ্রেফতার হয়েছেন ৬ জন।
ডাউন নিউ দিল্লি হাওড়া রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে ৫০ লক্ষ ৮৪ হাজার টাকা বাজেয়াপ্ত করল GRP। এই ঘটনায় ৬ জন যাত্রীকে গ্রেফতার করেছে রেল পুলিশ। ভোটের আগে এত বিপুল পরিমাণ টাকা ব্যাগে করে কোথায়, কী উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।
জিআরপি সূত্রে জানা গেছে, ধৃতদের নাম, বিশ্বনাথ জানা (৩৮ ), সৌমেন জানা (২৯), সৈয়দ আসিফ (৫৩), জিসান খান মিরাজ (৩৪), মুদিত রাষ্ট্রগি (৪২ ), মোহম্মদ দানের (২৯)। এদের মধ্যে বিশ্বনাথ জানা ও সৌমেন জানা পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার বাসিন্দা। বাকি চারজন উত্তর প্রদেশের লখনউয়ের বাসিন্দা।
আরও পড়ুন- Kolkata Weather Today: ভরা বসন্তেও শীতের আমেজ! আরও নামবে পারদ? আজ বৃষ্টি কোন কোন জেলায়?
সামনেই লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। তার আগে বেআইনিভাবে টাকার লেনদেনে রাশ টানতে একগুচ্ছে নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। বিশেষ করে দেশের বড় রেল স্টেশনগুলির পাশাপাসি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক ও অন্য রাস্তায় ফি দিন চলছে নাকা তল্লাশি। লাগাতার এই অভিযানে মিলছে সাফল্যও। এক্ষেত্রেও বিপুল পরিমাণ টাকা কোথায় কী উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল ধৃতদের জেরা করে তা জানার চেষ্টায় পুলিশ।