Advertisment

কলকাতায় ফের উদ্ধার কাঁড়ি-কাঁড়ি টাকা, মোট অঙ্ক জানলে চোখ কপালে উঠবে!

একটানা তল্লাশিতে বিরাট দুর্নীতির পর্দা ফাঁস! পাহাড়-প্রমাণ এই টাকার উৎস কী?

author-image
IE Bangla Web Desk
New Update
more than one crore rupee recover by ed from kolkata's businessman house

প্রতীকী ছবি।

আবারও খাস কলকাতায় মিলল কাঁড়ি-কাঁড়ি টাকা। রাতভর একটানা তল্লাশিতে কলকাতার এক ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ টাকা। কয়লা পাচারের কালো টাকা ওই ব্যবসায়ীর বিভিন্ন সংস্থায় লগ্নি করে সাদা করা হয়েছে বলে দাবি ইডির। সূত্র মারফত পাওয়া খবরের ভিত্তিতেই বালিগঞ্জে ওই ব্যবসায়ীর বাড়িতে গতকাল রাতভর তলে তল্লাশি অভিযান। বিপুল পরিমাণ টাকার পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও উদ্ধার করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা।

Advertisment

কলকাতায় ফের ব্যবসায়ীর বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার। রাতভর তল্লাশিতে বাজেয়াপ্ত ১ কোটি ৪০ লক্ষ টাকা। এছাড়াও বেশি কিছু নথিপত্রও বাজেয়াপ্ত করেছেন ইডির আধিকারিকরা। জানা গিয়েছে, বালিগঞ্জে ব্যবসায়ী বিক্রম শিখারিয়ার বাড়িতে হানা দেয় ইডি।

আরও পড়ুন- বারে ‘সুন্দরী’র নাচ দেখে ‘পাগল’ তৃণমূল নেতা, ওড়ালেন গোছা-গোছা টাকা

গজরাজ গ্রুপের কর্ণধার এই বিক্রম শিখারিয়া। তাঁর একাধিক সংস্থা রয়েছে। কয়লা পাচার মামলার তদন্তে নেমে ইতিমধ্যেই বেশ কিছু তথ্য হাতে পেয়েছেন ইডির অফিসাররা। সেই তথ্যের ভিত্তিতেই ব্যবসায়ী বিক্রম শিখারিয়ার বাড়িতেও চলে তল্লাশি অভিযান। ইডি সূত্রের দাবি, বিক্রমের একাধিক সংস্থায় কয়লা পাচারের বিপুল পরিমাণ কালো টাকা লগ্নি করে সাদা করা হয়েছিল।

আরও পড়ুন- দিনমজুরের ছেলের তাক-লাগানো কীর্তি, দাঁত কামড়ানো লড়াই অনুপ্রেরণা যোগাতে বাধ্য

বুধবার রাত থেকে বালিগঞ্জে বিক্রম শিখারিয়ার বাড়ি ও লাগোয়া অফিসে তল্লাশি চালিয়েছে ইডি। দীর্ঘক্ষণ তল্লাশিতে মেলে ওই বিপুল পরিমাণ টাকা। কোথা থেকে এই কাঁড়ি-কাঁড়ি নগদ টাকা পেলেন তিনি? সূত্রের দাবি, ইডির জিজ্ঞাসাবাদের সামনে কোনও সদুত্তরই দিতে পারেননি ওই ব্যবসায়ী। ইডি সূত্রে জানা গিয়েছে, ধৃত শিখারিয়ার নির্মাণ ব্যবসা-সহ একাধিক কারবার রয়েছে।

kolkata news Black money West Bengal ED Coal Smuggling
Advertisment