Advertisment

Sandeshkhali: ধর্ষণ-যৌন নির্যাতনের অভিযোগ মিথ্যা? সন্দেশখালির ঘটনা নিয়ে চাঞ্চল্যকর দাবি!

Sandeshkhali-Viral Video: বৃহস্পতিবার সন্দেশখালির ঘটনা নিয়ে আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিও-য় দেখা গিয়েছে বসিরহাটের BJP প্রার্থী তথা সন্দেশখালি আন্দোলনের অন্যতম প্রধান মুখ রেখা পাত্রকে। সন্দেশখালির নির্যাতিতা পরিচয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দিল্লিতে গিয়ে কারা সাক্ষাৎ করেছেন সেই প্রশ্ন তুলতে শোনা যায় রেখা-সহ কয়েকজন মহিলাকে। যদিও সেই ভিডিও-র সত্যতা যাচাই করেনি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা।

author-image
IE Bangla Web Desk
New Update
more videos from sandeshkhali claiming that no rape and sexual assault happened there

Sandeshkhali: সন্দেশখালির ঘটনা নিয়ে ফের নতুন ভিডিও ভাইরাল।

Sandeshkhali: সন্দেশখালিতে ধর্ষণ কিংবা যৌন নির্যাতনের ঘটনা কি সাজানো? এবার আরও একটি নতুন ভিডিও-য় চাঞ্চল্যকর কিছু দাবি করতে শোনা গিয়েছে কয়েকজন মহিলাকে। যদিও সেই ভিডিও-টির সত্যতা যাচাই করেনি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা।

Advertisment

দিন কয়েক আগেই সন্দেশখালির (Sandeshkhali) BJP নেতা গঙ্গাধর কয়ালের বক্তব্য নিয়ে এটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেই ভিডিও প্রকাশ করে সন্দেশখালির গোটা ঘটনা নিয়ে BJP-কেই তুলোধনা করতে দেখা গিয়েছিল রাজ্যের শাসকদল তৃণমূলকে। বৃহস্পতিবার ভাইরাল হওয়া আরও একটি ভিডিও-য় সন্দেশখালিরই আর এক বিজেপি নেতা অনুপ দাসের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ শোনা গিয়েছে বসিরহাটের BJP প্রার্থী তথা সন্দেশখালি আন্দোলনের মুখ রেখা পাত্র সহ কয়েকজন মহিলাকে।

এবার নতুন আরও একটি ভিডিও-য় মুখ খুলতে শোনা গিয়েছে কয়েকজন মহিলাকে। সেই ভিডিও-য় তিন মহিলার দাবি, ধর্ষণ-সহ যে বিভিন অভিযোগ করা হয়েছে তা সাজানো। এমনকী মহিলা কমিশন যেদিন সন্দেশখালিতে গিয়েছিল ওই দিন এক বিজেপি নেত্রী তাঁদের মিথ্যা অভিযোগ করতে বলেছিলেন বলেও দাবি তাঁদের। সাদা কাগজে তাঁদের দিয়ে সই করিয়ে নিয়ে মিথ্যা অভিযোগ তাতে লেখা হয়েছে বলে দাবি কয়েকজন মহিলার।

আদৌ তাঁদের সঙ্গে ধর্ষণের মতো কোনও ঘটনা ঘটেনি বলে ওই ভাইরাল ভিডিও-য় দাবি করেছেন মহিলারা। যদিও সেই ভিডিও-র সত্যতা যাচাই করেনি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা। বর্তমানে মিথ্যা মামলা তাঁরা তুলে নিতে চাইলে বিজেপি নেত্রী ও এলাকার কয়েকজন বিজেপি নেতারা তাঁদের হুমকি দিচ্ছেন বলে তাঁরা অভিযোগ করেছেন।

আরও পড়ুন- Sandeshkhali: সন্দেশখালির নির্যাতিতা পরিচয়ে রাষ্ট্রপতির কাছে কারা? ভাইরাল ভিডিওয়- মারাত্মক ‘শঙ্কা’ BJP প্রার্থী রেখার!

এদিকে, বৃহস্পতিবারই সন্দেশখালির ঘটনা নিয়ে আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিও-য় দেখা গিয়েছে খোদ বসিরহাটের BJP প্রার্থী তথা সন্দেশখালি আন্দোলনের অন্যতম প্রধান মুখ রেখা পাত্রকে। সেই ভিডিওটির সত্যতা যাচাই করেনি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা।

আরও পড়ুন- Mahua Moitra-Amrita Roy: কৃষ্ণনগর: মহুয়ার লেখাপড়া-আয় কত? BJP-র অমৃতা রায়ের সম্পত্তির পরিমাণ জানলে ভিরমি খাবেন!

ওই ভিডিও-য় রেখা পাত্র সহ কয়েকজন রাষ্ট্রপতির কাছে সন্দেশখালির নির্যাতিতাদের একটি দলের যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রকৃত আন্দোলনকারীদের বাদ দিয়ে ভুয়ো কয়েকজনকে সন্দেশখালির নির্যাতিতার নাম দিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে এলাকারই বিজেপি নেতা অনুপ দাস নিয়ে গিয়েছিলেন বলে অভিযোগ করতে দেখা গিয়েছে রেখা-সহ অন্য কয়েকজন মহিলাকে।

Sandeshkhali West Bengal Rekha Patra
Advertisment