২০২১ সালে আগে মোদী-শাহ'কে নিশানা করে 'হোঁদল কুতকুত' এবং 'কিম্ভূত কিমাকার' বলেছিলেন মুখ্যমন্ত্রী। তারপর প্রায় আড়াই বছর অতিক্রান্ত। বুধবার আর কিছুক্ষণ পরেই কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ধর্মতলায় বিজেপির সভায় মূল বক্তা তিনি। ফলে ফের তৃণমূলের আক্রমণের মুখে প্রধানন্ত্রী মোদীর ডেপুটি। তবে, শাহ-কে আক্রমণে এবার আর দলনেত্রীর শব্দবন্ধ নয়, পোস্টার নতুন শব্দগুচ্ছে বিজেপির 'চাণক্য'কে কটাক্ষ করল জোড়-ফুল শিবির।
অমিত শাহ-র কলকাতায় আসার আগেই তৃণমূলের পোস্টার ব্যানারে ছয়লাপ কলকাতা সহ সংলগ্ন শহর। রাজ্যের শাসক দলের সমাজমাধ্যম এবং আইটি সেলের উদ্যোগে এগুলো দেওয়া হয়েছে। সেগুলোতে লেখা রয়েছে '#মোটা ভাই, ভোট নাই'। উত্তর ও মধ্য কলকাতার শ্যামবাজার, শোভাবাজার, হাতিবাগান, গিরিশ পার্ক, বিবেকানন্দ রোড, শিয়ালদহ, নাগেরবাজার, ফুলবাগান, কাঁকুড়গাছি মোড়, রাজারহাট, বিধাননগর স্টেশন, উল্টোডাঙা উড়ালপুল, সল্টলেক বিকাশ ভবন, সল্টলেক করুণাময়ী, বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা মুড়ে ফেলা হয়েছে এই পোস্টার, ব্যানারগুলিতে। সোশাল মিডিয়াতেও বুধবার সকাল ১০টা থেকে এই সব পোস্টার এবং ব্যানার শেয়ার করা হচ্ছে তৃণমূলের আইটি সেলের পক্ষ থেকে।
এই ধরনের শব্দবন্ধ কি বডি-শেমিং নয়? জবাবে তৃণমূলের তরফে বলা হচ্ছে, অমিত শাহর চেহারার সঙ্গে 'মোটা ভাই'-এর কোনও সম্পর্ক নেই। ঘাস-ফুলের ব্যাখ্যা, গুজরাতে বড়ভাইকে 'মোটা ভাই' বলে সম্বোধন করা হয়ে থাকে। সেই সম্মানজনক সম্বোধনই ব্যানার, পোস্টারে ফুটিয়ে তোলা হয়েছে।
কেন্দ্রীয় প্রকল্পে বাংলার 'বঞ্চিত'দের নিয়ে ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে আজ সভা করছে বিজেপি। এই সভা দিয়েই অমিত শাহ রাজ্যে বিজেপির লোকসভার প্রচার শুরু করলেন বলে দাবি তৃণমূলের। কিন্তু শাহি সভা হলেও বঙ্গের ভোট গেরুয়া শিবিরের দিকে আকর্ষিত হবে না বলেই মনে করছে তৃণমূল। তাই এবার তাঁদের পোস্টারে লেখা হয়েছে '#মোটা ভাই, ভোট নাই'।
আরও পড়ুন- ‘বাংলায় কাজ নেই, তাই বাধ্য হয়ে…’, আক্ষেপের সুর উদ্ধার হওয়া হুগলির সৌভিকের মায়ের