ট্রেনের এসি কামরা থেকে কয়েক লক্ষ টাকার গাঁজা উদ্ধার। গ্রেফতার মা-ছেলে। উদ্ধার হওয়া গাঁজা মণিপুর থেকে এনে কলকাতায় পাচারের ছক ছিল। প্রাথমিক তদন্তে এমনই জানতে পেরেছে পুলিশ। ধৃতদের দফায়-দফায় জেরা চলছে। এর পিছনে বড়সড় মাথার যোগ থাকতে পারে বলে সন্দেহ রেল পুলিশের।
রেল পুলিশ সুত্রে জানা গিয়েছে, ধৃত মা-ছেলে আলিপুরদুয়ার থেকে শিয়ালদহের টিকিট কেটেছিল। ডাউন কাঞ্চনকন্যা এক্সপ্রেসের এসি কামরার এ-১ এর ৫ ও ৬ নম্বর বার্থে ওঠেন তাঁরা। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে মালদা টাউন স্টেশনে হানা দেয় রেল পুলিশের বিশেষ টিম। ডাউন কাঞ্চনকন্যা এক্সপ্রেসের এ-১ কোচে তল্লাশি চালালে ওই কামরার ৫ ও ৬ নম্বর বার্থের সিটের তলা থেকে চারটি ব্যাগ উদ্ধার হয়। সেই ব্যাগে গাঁজা মেলে। গ্রেফতার করা হয় মা ও ছেলেকে।
আরও পড়ুন- কেষ্টর জেলায় ফের বিস্ফোরণ, ‘লন্ডভণ্ড’ তৃণমূল নেতার বাড়ি
জানা গিয়েছে, ধৃতদের নাম মায়োনি সরকার এবং তুষার সরকার। এদের বাড়ি আলিপুরদুয়ারের শিরাদহিতে। তাদের থেকে উদ্ধার হয় ২১ কেজি ৮৫০ গ্রাম গাঁজা। মঙ্গলবার ধৃতদের এবং উদ্ধার হওয়া গাঁজা জিআরপি-র হাতে তুলে দেওয়া হয়। জিআরপি জানিয়েছে, ধৃতদের দফায় দফায় জেরা চলছে। এই গাঁজা পাচার চক্রের কিংপিনের খোঁজ চালাচ্ছে পুলিশ। কলকাতায় কোথায় কাদের কাছে এই গাঁজা বিক্রির ছক ছিল তাও জানার চেষ্টা চলছে।