আগামী ২৫ অগাস্ট ছিল ছোট্ট সৌরনীলের জন্মদিন। তার আগেই সব শেষ! পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু ফুটফুটে দ্বিতীয় শ্রেণির ওই খুদে পড়ুয়ার। ছেলের স্কুল ব্যাগ কোলে নিয়ে বুক চাপড়ে হাউ হাউ করে কেঁদেই চলেছেন মা। কান্নার রোল পড়ে গিয়েছে গোটা পাড়ায়। এক লহমায় ঘটে যাওয়া চরম ওই কাণ্ড কেউ মেনে নিতেই পারছেন না।
ঠিক ছিল এই জন্মদিনে ছোট্ট সৌরনীলকে কাছেপিঠে কোথাও বেড়াতে নিয়ে যাবেন তাঁর বাবা-মা। শুধু বেড়াতে যাওয়াই নয়, আগামী ২৫ অগাস্ট ছেলের ৭ বছরের জন্মদিনে মা পছন্দের সব খাবার রান্না করবেন বলেও ঠিক ছিল। কোথায় কী? শুক্রবার সকালের মর্মান্তিক দুর্ঘটনা প্রাণ কাড়ল ফুটফুটে শিশুর। দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে তার বাবা ভর্তি রয়েছেন এসএসকেএম হাসপাতালে।
আরও পড়ুন- লরির ধাক্কায় খুদে পড়ুয়ার মৃত্যু, তুমুল বিক্ষোভ, গাড়ি-ভাঙচুর আগুন
শুক্রবার সকালে বাবার সঙ্গে সাইকেলে চেপে বেহালা চৌরাস্তা মোড়ের কাছে স্কুলে যাচ্ছিল ৭ বছরের পড়ুয়া সৌরনীল সরকার। ঠিক সেই সময়ে বেপরোয়া গতিতে ছুটে আসা একটি লরি ধাক্কা মারে সাইকেলে। ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু ছোট্ট সৌরনীলের। দুর্ঘটনায় পা ও কোমরে গুরুতর চোট পেয়েছেন সৌরনীলের বাবা। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।
আরও পড়ুন- বেহালায় পথ দুর্ঘটনা-অশান্তি: নগরপাল-মুখ্যসচিবের কাছে সব শুনে কড়া পদক্ষেপ মমতার
এদিকে, দুর্ঘটনার পরপরই রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। জ্বালানো হয় পুলিশের গাড়ি, বাইক। উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করে পুলিশও। লাঠিচার্জ-টিয়ার গ্যাসের সেল ফাটিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা হয়। পাল্টা পুলিশকে লক্ষ্য করে চলে ইটবৃষ্টি।
আহত হন জয়েন্ট সিপি ট্রাফিক সহ পুলিশের বেশ কয়েকজন কর্মী। পথচলতি কয়েকজন সাধারণ মানুষও আহত হয়েছেন। বেলা বাড়লে ঘটনাস্থলে যান কলকাতার নগরপাল বিনীত গোয়েল ও কলকাতা পুলিশের অন্যান্য আধিকারিকরা। তাঁদের সামনেও ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা।
আরও পড়ুন- মারাত্মক অভিযোগ! কেষ্ট ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে বাড়ি থেকে তুলে নিয়ে গেল NIA
অন্যদিকে, এদিন বেহালার এই দুর্ঘটনায় খুদের মর্মান্তিক মৃত্যু ও অশান্তির ঘটনায় কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরো ঘটনার খোঁজ নিয়েছেন তিনি। পরিস্থিতি নিয়ে তাঁর কথা হয়েছে মুখ্যসচিব, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গেও। লালবাজারের কাছে এই ঘটনার রিপোর্ট তলব করেছে নবান্ন।