খাস কলকাতায় শিশু বিক্রি! সদ্যোজাত শিশুদের চুরি করে এনে বিক্রির রমরমা কারবারের পর্দা ফাঁস। তবে এবার সদ্যোজাত শিশুকে কয়েক লক্ষ টাকার বিনিময়ে বিক্রির অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধেই। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মা-সহ মোট পাঁচজনকে গ্রেফতার করেছে আনন্দপুর থানার পুলিশ। তবে এর পিছনে বড়সড় কোনও চক্র রয়েছে বলে সন্দেহ পুলিশের। ধৃতদের দফায় দফায় জেরা করে চক্রের শিকড়ে পৌঁছতে মরিয়া পুলিশ।
শেষমেশ নিজের একরত্তি শিশুকে টাকার লোভে বিক্রি করে দেওয়ার অভিযোগ মায়ের বিরুদ্ধেই। আনন্দপুর থানা এলাকার এক মহিলা নিজের ২৩ দিনের শিশুকে মেদিনীপুরের এক মহিলার কাছে বিক্রি করে দিয়েছিলেন বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আনন্দপুর থানা এলাকা থেকে সদ্যোজাত একটি শিশুর নিখোঁজ হয়ে যাওয়ার খবর মেলে।
আরও পড়ুন- সিপিএম প্রার্থীর মনোনয়ন বিকৃত করার অভিযোগ, হাইকোর্টে বেজায় ফ্যাসাদে উলুবেড়িয়ার বিডিও!
প্রতিবেশীদের কাছ থেকে এই খবর পেয়ে শিশুটির মাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। টানা জিজ্ঞাসাবাদে শিশুটির মা ভেঙে পড়ে। শেষমেশ নিজের সদ্যোজাত সন্তানকে বিক্রি করে দেওয়ার কথা কবুল করে নেয় মহিলা।
এরপরেই দফায় দফায় জেরা শুরু হয় ওই মহিলাকে। শিশু বিক্রি চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও ৪ জনকে পুলিশ গ্রেফতার করে। তবে পুলিশের অনুমান, কলকাতায় একটি চক্র এর পিছনে রয়েছে। মোটা টাকার বিনিময়ে নিঃসন্তান দম্পতিদের কাছে শিশুদের অন্য জায়গা থেকে চুরি করে এনেও বিক্রি করা হয় বলে সন্দেহ পুলিশের। আপাতত ধৃতদের দফায় দফায় জেরা করছে পুলিশ। এই চক্রের শিখড়ের খোঁজে তদন্তকারীরা।