/indian-express-bangla/media/media_files/2025/09/04/burdwan-deadbody-found-2025-09-04-11-29-38.jpg)
West Bengal News Live: পড়ুন টাটকা খবরের গুরুত্বপূর্ণ আপডেট
ভিতর থেকে দরজা বন্ধ। ঘরের মধ্যে উদ্ধার হল মা ও ছেলের গলার নলি কাটা দেহ। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, মানসিক অবসাদের জেরে আত্মঘাতী হয়েছেন তাঁরা।
পুলিশ জানিয়েছে, মৃতের নাম বাণী রায় ( ৫০ ) এবং জ্যোর্তিময় রায় ( ৩২ )। বাড়ি বীরভূমের সাঁইথিয়া পুরসভার ১০ নং ওয়ার্ডের শিবতলা পাড়া। শুক্রবার সন্ধ্যা ৬ টা নাগাদ তাঁদের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। দুজনের গলার নলি এবং ছেলের হাতের শিরা কাটা ছিল। ঘরের ভিতর থেকে দুটি রক্ত মাখা ছুরি উদ্ধার হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন আগে জ্যোর্তিময়ের বাবা মারা যান। বাড়িতে মা - ছেলে একাই থাকতেন। জ্যোর্তিময় কাঠমিস্ত্রীর কাজ করতেন। ওই পাড়াতেই থাকেন বাণীর দাদা সুকুমার সূত্রধর। তিনি বলেন, 'এক পাড়াতে থাকলেও আমাদের একে অন্যের বাড়ি যাতায়াত ছিল না। ওদের কেউ শত্রু ছিল বলেও জানা নেই। তাই কি করে কি হলো বলতে পারবো না'।
তবে প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, জ্যোর্তিময়ের অনলাইন লটারি খেলার নেশা ছিল। সেই নেশায় প্রচুর টাকা ধার-দেনা হয়ে গিয়েছিল। তার জেরেই ওরা মানসিক অবসাদ ভুগছিল'।
ওয়ার্ডের কাউন্সিলর পদ্মনীল মণ্ডল বলেন, 'ঠিক কি কারণে বলতে পারব না তবে ছেলেটির প্রচুর টাকা ঋণ ছিল বলে শুনেছি'। পুলিশ জানিয়েছে , মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us