Advertisment

শুভেন্দুকে ব্যক্তিগতভাবে বিশেষ ধন্যবাদ কামদুনির মৌসুমীর, কেন?

বিরোধী দলনেতার প্রশংসায় কামদুনি আন্দোলনের অন্যতম প্রতিবাদী মুখ মৌসুমী কয়াল।

author-image
IE Bangla Web Desk
New Update
Mousumi Kayal of Kamduni thanks Suvendu Adhikari as their plea accepted at Supreme Court

শুভেন্দু অধিকারী ও মৌসুমী কয়াল।

সুপ্রিম কোর্টে কামদুনির নির্যাতিতার ভাইযের আবেদন গৃহীত হয়েছে। রাজ্য সরকার এই মামলায় আগেই সুপ্রিম কোর্টে এসএলপি জমা করেছিল। এবার কামদুনির নির্যাতিতার ভাইও পৃথকভাবে এসএলপি জমা করেছেন। আজ শুনানি স্থগিত থাকলেও রাজ্য সরকারের পাশাপাশি মামালায় জড়িত সব পক্ষকে নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এরপরেই একটি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন কামদুনি আন্দোলনের প্রতিবাদী মুখ মৌসুমী কয়াল।

Advertisment

শুভেন্দুর প্রশংসায় কী বলেছেন মৌসুমী?

এবিপি আনন্দের মুখোমুখি হয়ে মৌসুমী বলেছেন, "আমরা খুশি। আশা করি বিচার পাব। ১০ বছরের লড়াই আমাদের। শুভবুদ্ধিসম্পন্ন বেশ কিছু মানুষ আমাদের সঙ্গে ছিলেন এবং আজও তাঁরা রয়েছেন। গায়ে কোনও রং না লাগিয়েই আমরা প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানাচ্ছি। উনিই আমাদের এতদূর পর্যন্ত আসতে সাহায্য করেছেন। আমাদের অ্যাডভোকেট দেওয়ার পিছনেও ওঁরই হাত রয়েছে। ব্যক্তিগতভাবেও ওঁকে ধন্যবাদ জানাচ্ছি।"

উল্লেখ্য, কামদুনি কাণ্ডে দোষী সাব্যস্ত হওয়া ছ'জনের মধ্যে চারজনকেই মুক্তি দিয়েছে কলকাতা হাইকোর্ট। পর্যাপ্ত তথ্য-প্রমাণের অভাবে একজনকে বেকসুর খালাস করে দেওয়া হয়েছে। দু'জনের মৃত্যদণ্ড রদ করে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

আরও পড়ুন- দিঘার পথেই মন্ত্রমুগ্ধকর আরও এক ট্যুরিস্ট স্পট! গেলেই এপ্রান্তের প্রেমে পড়ে যাবেন!

কলকাতা হাইকোর্টের সেই নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কামদুনির নির্যাতিতার ভাই। শীর্ষ আদালতে তাঁর আবেদন গৃহীত হতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়েছন কামদুনি আন্দোলনের অন্যতম প্রতিবাদী মুখ মৌসুমী কয়াল।

আরও পড়ুন- ‘অভিষেক গুরুত্বপূর্ণ, তবে মমতার সঙ্গে তুলনা চলে না’, সাফ কথা বর্ষীয়ান তৃণমূল নেতার

supreme court Suvendu Adhikari Kamduni Case Mousumi Kayal
Advertisment