/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/05/Moyna-Bandh.jpg)
পথ অবরোধ-রাস্তায় টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ।
বুথ সভাপতিকে অপহরণ করে খুনের অভিযোগে আজ, বুধবার পূর্ব মেদিনীপুরের ময়নায় ১২ ঘণ্টার বনধ ডেকেছে বিজেপি। এদিন সকাল থেকে বন্ধ দোকানপাট। বনধ সফল করতে রাস্তায় নেমেছে বিজেপি। ময়নার অন্নপূর্ণা বাজারে বিজেপি পিকেটিং বসিয়েছে। বাঁশ দিয়ে রাস্তা ঘিরে ফেলা হয়েছে। পুলিশের গাড়িকেও যেতে বাধা দেওয়া হয়েছে।
অন্যদিকে, যে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রস্তুত পুলিশও। রাস্তায় রাস্তায় মোতায়েন বিশাল পুলিশবাহিনী। মজুত রাখা হয়েছে জলকামানও। বলাইপণ্ডা বাজারে মিছিল করে বনধ কর্মসূচি পালন করছে বিজেপি। এদিকে, খুনের অভিযোগে সিবিআই তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন নিহত বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়ার ছেলে। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কোনও হাসপাতালে দেহের ময়নাতদন্তের দাবি জানিয়েছে পরিবার।
বিজেপির বুথ সভাপতিকে অপহরণ করে খুনের ঘটনায় উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের ময়না। স্থানীয় বিজেপি নেতাদের দাবি, সোমবার রাতে তাঁদের দলের বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে অপহরণ করে খুন করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। এদিকে, এই ঘটনার পর থেকে থেকে দফায়-দফায় উত্তেজনা ছড়ায় ময়নায়। পথ অবরোধ-রাস্তায় টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ।
আরও পড়ুন বিজেপির বুথ সভাপতিকে অপহরণ করে খুনের অভিযোগ, উত্তপ্ত ময়নায় বিক্ষোভ-অবরোধ বিজেপির
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘটনাস্থলে পৌঁছে শাসকদল ও জেলা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে বড়সড় ষড়যন্ত্রের অভিযোগ তোলেন। দলীয় নেতা খুনের প্রতিবাদে ১২ ঘণ্টার ময়না বনধের ডাক দেয় বিজেপি। এরই পাশাপাশি এই খুনের সিবিআই তদন্ত দাবি করেছেন বিরোধী দলনেতা। একইসঙ্গে নিহতের ময়নাতদন্ত কেন্দ্রীয় সরকারের হাসপাতালে করানোরও দাবি জানিয়েছেন তিনি।
তিনি আরও বলেন, “পশ্চিমবঙ্গে এই প্রথম কোথাও খুনিদের কাছ থেকে দেহ সংগ্রহ করল মমতার পুলিশ। ঘুরপথে দেহ নিয়ে গেছে পুলিশ। খুন করে বডি পুলিশকে দিয়েছে খুনিরা। গোটা জেলা কাল স্তব্ধ হবে। বেছে বেছে তফসিলিদের খুন করছে। এসপি অমরনাথের পরিকল্পনায় এটা করেছে।”