Advertisment

দুর্গাপুজোর অনুদান নিয়ে চূড়ান্ত অসন্তোষ, অর্জুন সিংয়ের মন্তব্যে চর্চা তুঙ্গে

রাজ্য সরকারের দুর্গাপুজোর অনুদান নিয়ে এবার অসন্তোষ প্রকাশ করতে দেখা গেল ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংকে।

author-image
IE Bangla Web Desk
New Update
MP Arjun Singh expresses his displeasure over Durga Puja donations

দুর্গাপুজোর অনুদান নিয়ে বিস্ফোরক অর্জুন সিং।

রাজ্য সরকারের দুর্গাপুজোর অনুদান নিয়ে এবার অসন্তোষ প্রকাশ করতে দেখা গেল ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংকে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের দেওয়া পুজোর অনুদান নিয়ে মুখ খুলেছেন এই তৃণমূল নেতা। দুর্গপুজোর অনুদান নিয়ে অর্জুন সিংয়ের এই মন্তব্য ঘিরে চর্চা তুঙ্গে।

Advertisment

পুজোর অনুদান নিয়ে কী বলেছেন অর্জুন সিং?

দুর্গাপুজোর আগে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে একটি সমন্বয় বৈঠকে যোগ দিয়েছিলেন সাংসদ অর্জুন সিং। সেখানেই তিনি বলেন, "একটা সমস্যা রোজই আমাদের কাছে আসছে। অনেকেই বলছে তাদের পুজো অনেক পুরনো হলেও মুখ্যমন্ত্রীর দেওয়া অনুদান তাঁরা পাচ্ছেন না। পুলিশ কমিশনারকে অনুরোধ করছি থানা এলাকাগুলিতে এই ধরনের সমস্যাগুলি দেখুন। এক্ষেত্রে কারা কাদের ফেভার করছে জানি না। আমার কাছে রোজই ফোন আসছে।"

আরও পড়ুন- এপুজোয় নজরকাড়া সাজ ‘দেবাদিদেব’-এর, ভোগ নিবেদন মায়ের সহচরীদেরও

উল্লেখ্য, নির্বিঘ্নে দুর্গাপুজো করার জন্য পুজো কমিটিগুলিকে গত কয়েকবছর ধরেই আর্থিক অনুদান দিয়ে আসছে রাজ্য সরকার। এছাড়াও বিদ্যুতের ব্যাবহারেও মিলছে বাড়তি সুবিধা। এবছর দুর্গাপুজোর অনুদান গতবারের চেয়ে আরও বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছর পুজো কমিটিগুলিকে ৭০ হাজার টাকা করে দিচ্ছে রাজ্য সরকার। তবে সব পুজো কমিটিই সরকারি এই অনুদান পায় না। শুধুমাত্র রেজিস্টার্ড পুজোগুলিকেই রাজ্য সরকার এই আর্থিক অনুদান দেয়।

tmc bjp West Bengal Arjun Singh Durgapuja
Advertisment