Mukul Roy: বাড়িতে পড়ে গিয়ে অজ্ঞান, মুকুল রায়কে ভর্তি করানো হল হাসপাতালে, এখন কেমন আছেন?

Mukul Roy Hospitalised: গুরুতর অবস্থায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন বিধায়ক মুকুল রায়। ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে বৃহস্পতিবার তাঁকে ভর্তি করা হয়। সংজ্ঞাহীন অবস্থায় তাঁকে কাঁচরাপাড়ার বাড়ি থেকে হাসপাতালে নিয়ে আসা হয়। কীভাবে এমন ঘটনা ঘটল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

Mukul Roy Hospitalised: গুরুতর অবস্থায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন বিধায়ক মুকুল রায়। ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে বৃহস্পতিবার তাঁকে ভর্তি করা হয়। সংজ্ঞাহীন অবস্থায় তাঁকে কাঁচরাপাড়ার বাড়ি থেকে হাসপাতালে নিয়ে আসা হয়। কীভাবে এমন ঘটনা ঘটল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Mukul Roy Hospitalised

গুরুতর অবস্থায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন বিধায়ক মুকুল রায়।

Mukul Roy Hospitalised: গুরুতর অবস্থায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন বিধায়ক মুকুল রায়। ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে বুধবার রাতে তাঁকে ভর্তি করা হয়। সংজ্ঞাহীন অবস্থায় তাঁকে কাঁচরাপাড়ার বাড়ি থেকে হাসপাতালে নিয়ে আসা হয়। কীভাবে এমন ঘটনা ঘটল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

Advertisment

মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায় জানিয়েছেন, বাড়িতে বাথরুমে যাওয়ার সময় পড়ে যান মুকুল। পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক। তার পরই জ্ঞান হারান তিনি। বুধবার সন্ধেয় এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।

শুভ্রাংশু জানিয়েছেন, 'বাড়িতে বাথরুমে যেতে গিয়ে পড়ে যান। মাথায় চোট পান। এমনি ঠিকই ছিলেন। কিন্তু তারপর পরপর ২ বার বমি করেন। তারপর সেন্স চলে যায়। এখানে নিয়ে এসেছি। এখন সিটি স্ক্যান করা হবে। তারপর দেখা যাক ডাক্তাররা যা বলবেন।'

হাসপাতাল সূত্রে খবর, মুকুল রায়ের মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যায় চোট পেয়ে। দ্রুত চিকিৎসা করা হয়। জানা গিয়েছে, বৃহস্পতিবার চিকিৎসকরা মাথার জমাট রক্ত অস্ত্রোপচার করে বের করা হয়েছে। এখন আপাতত স্থিতিশীল আছেন বর্ষীয়ান রাজনীতিবিদ। ছেলে শুভ্রাংশু বাবার অসুস্থতার ঘটনা সম্পর্কে বলেন, 'পড়ে গিয়ে বাবার মাথায় রক্ত জমাট বেধে গিয়েছিল। ছোট একটা অস্ত্রোপচার হয়েছে। আপাতত আগে থেকে কিছুটা ভাল আছেন তিনি, তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।'

Advertisment

আরও পড়ুন Howrah Man Arrested: মুখ্যমন্ত্রীর সোশ্যাল মিডিয়া লাইভে মন্ত্রীর বিরুদ্ধে ‘বিস্ফোরক’ অভিযোগ, গ্রেফতারি নিয়ে পুলিশকে তুলোধোনা

দীর্ঘদিন ধরে অসুস্থ মুকুল রায়। কয়েক দিন আগেই তাঁকে দেখতে তাঁর বাড়ি গিয়েছিলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। মুকুলের বাড়িতে গিয়ে তাঁকে দেখে আসেন প্রাক্তন সাংসদ অর্জুন সিংও।

mukul roy West Bengal Hospitalized