তৃণমূলের একুশে জুলাইয়ের সভার একেবারে শেষবেলায় হঠাৎ হাজির বর্ষীয়ান রাজনীতিবিদ মুকুল রায়। একদা তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ডকে দেখে এগিয়ে আসেন অনেক কর্মীই। অনেককেই তাঁর সঙ্গে সেলফি তুলতে দেখা যায়। এদিন পুত্র শুভ্রাংশু রায়ের সঙ্গে ধর্মতলার শহিদ সমাবেশে এসেছিলেন বর্ষীয়ান মুকুল রায়।
Advertisment
মুকুল আছেন কোন দলে? কখনও তিনি তৃণমূলে কখনও বা বিজেপিতে। এই তো কিছুদিন আগেই ফের একবার রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছিলেন একদা বঙ্গ রাজনীতির 'চাণক্য' বলে পরিচিত মুকুল রায়। ভর সন্ধেয় দিল্লিতে দেখা গিয়েছিল তাঁকে। প্রশ্ন করলে তিনি জানান, অমিত শাহ, জেপি নাড্ডাদের সঙ্গে দেখা করতেই তাঁর দিল্লি সফর। যদিও তাঁর সে যাত্রায় শাহ-নাড্ডাদের সঙ্গে দেখা হয়নি। বঙ্গ বিজেপির নেতারাও মুকুলের এভাবে ভোলবদল নিয়ে কটাক্ষ করেছিলেন।
যদিও ওই দিনই তাঁর পুত্র শুভ্রাংশু রায় জানান, তাঁর বাবাকে কেউ ভুল বুঝিয়ে দিল্লিতে নিয়ে গিয়েছিলেন। এক্ষেত্রে ষড়যবন্ত্র তত্ত্বও খাড়া করেছিলেন শুভ্রাংশু। আচমকা তাঁর বাবার নিখোঁজ হয়ে যাওয়া নিয়ে থানায় মিসিং ডায়েরি পর্যন্ত করেছিলেন শুভ্রাংশু।
এক সময়ের তুখোড় রাজনীতিবিদ মুকুল রায় রাজ্য রাজনীতিতে এখন একেবারেই সক্রিয় নন। একুশের নির্বাচনের ফল প্রকাশের পর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন মুকুল রায়। যদিও তারপরেও জোড়াফুলে তেমন সক্রিয় অংশগ্রহণ ছিল না মুকুলের। এরই মধ্যে তাঁর বিধায়ক পদ খারিজ নিয়ে মামলা করে বিজেপি।
মাস কয়েক আগে দিল্লি তাঁর দিল্লি সফর ঘিরে ফের জল্পনা ছড়ায়। যদিও তাঁর পরিবারের তরফে জানানো হয় যে তিনি অসুস্থ। তাঁকে ভুল বুঝিয়ে দিল্লি নিয়ে যাওয়া হতে পারে বলেও আশঙ্কা ছিল পরিবারের। এবার ছেলে শুভ্রাংশর হাত ধরে ধর্মতলায় একুশের সভাস্থলে হাজির হলেন মুকুল রায়। তিনি এখনও তৃণমূলে আছেন? এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ঘাড় নেড়ে সেকথায সহমত জানিয়েছেন মুকুল রায়।