Advertisment

নিয়োগ দুর্নীতিতে ছেলে জড়ানোয় গিয়েছিলেন? দিল্লি ফেরত মুকুল বললেন, 'ওসব বাজে কথা'

নাটকীয়ভাবে কলকাতা থেকে ভ্যানিস মুকুলের ১২ দিন পর আচমকা প্রত্যাবর্তন

author-image
IE Bangla Web Desk
New Update
mukul roy in tmc 21 july shaid diwas rally

মুকুল রায়। ফাইল ছবি।

কলকাতায় ফিরলেন মুকুল রায়। ১২ দিন আগে আচমকা কলকাতা থেকে উধাও হয়ে গিয়েছিলেন। তাঁর ছেলে তথা কাঁচরাপাড়া পুরসভার চেয়ারম্যান শুভ্রাংশু রায় অভিযোগ করেছিলেন, মুকুল রায়কে অপহরণ করা হয়েছে। পরে জানা যায়, তিনি দিল্লিতে গিয়েছেন। সেখানে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মুকুল রায় জানান, 'আমি দিল্লিতে এসেছি। বিজেপিতে ছিলাম, বিজেপিতেই আছি।'

Advertisment

শনিবার কলকাতায় ফেরার পরও দেখা গেল, মুকুল রায় তাঁর বক্তব্যে অনড়। জানালেন, তিনি আগে যেখানে ছিলেন, এখনও সেখানেই আছেন। বিজেপিতেই আছেন। দলের সর্বভারতীয় সভাপতির সঙ্গে দেখা করতে দিল্লি গিয়েছিলেন। তবে, নাড্ডার সঙ্গে দেখা হয়নি। শুধু ফোনে অমিত শাহর সঙ্গে কথা হয়েছে বলেই জানিয়েছেন এই বিধায়ক। একইসঙ্গে মুকুল রায় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, যেদিন দরকার পড়বে, সেদিনই আবার দিল্লি যাবেন।

কলকাতার বাড়ি ফিরে কি তাঁর স্বস্তি লাগছে? এই প্রশ্নের জবাবে মুকুল রায় জানিয়েছেন, তাঁর ছেলে শুভ্রাংশু তৃণমূলে থাকলেও কোনও আপত্তি নেই। রাজনীতিতে যাঁর যে দলে থাকার ইচ্ছা, সে সেই দলে থাকবে। সাংবাদিকদের যাবতীয় প্রশ্ন আগাগোড়া বেশ সহজ ও সরলভাবে সামলালেও মুকুল রায় এদিন একবারই সাংবাদিকদের মুখোমুখি বেশ সিরিয়াস অবস্থায় ধরা দিয়েছেন। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, নিয়োগ দুর্নীতি ইস্যুতে তাঁর ছেলে শুভ্রাংশু রায়ের নাম উঠে এসেছে। সেই জন্যই কি তিনি দিল্লি গিয়েছিলেন? জবাবে মুকুল রায় বলেন, 'ওসব বাজে কথা।' আর, ওই কথা বলার পরই তিনি ক্যামেরার সামনে থেকে মুখ ফিরিয়ে নেন।

আরও পড়ুন- ‘দল পাশে আছে?’ নিজেকে নির্দোষ দাবি করে কী বললেন তৃণমূলের জীবন?

শুভ্রাংশু রায় সাংবাদিকদের জানান, তাঁর বাবার চিকিৎসার জন্য যেটুকু দরকার, সেটুকু তিনি করবেন। আর রাজনৈতিক দিক থেকে তাঁর বাবা স্বাধীন ব্যক্তি। আর, তিনিও স্বাধীন ব্যক্তি। শুভ্রাংশু রায় বলেন, 'রাজনৈতিক কারণে বাবা আর ছেলের সম্পর্ক কখনও আলাদা হতে পারে না। কেউ অস্বীকারও করতে পারে না।তাই মুকুল রায় বাড়ি ফিরে আসায় তাঁর ভালো লাগছে।'

tmc bjp mukul roy
Advertisment