Advertisment

তৃণমূল বিধায়ক খুনে চার্জশিটে নাম মুকুলের, চিন্তিত নন বিজেপি নেতা

গত ১৪ সেপ্টেম্বর এই খুনের মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে সিআইডি। তাতে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের নাম ছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মুকুল রায়। ফাইল চিত্র

কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনে এবার সিআইডি চার্জশিটে আসামি হিসাবে নাম বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়ের। শনিবার রানাঘাটের এসিজেএম আদালতে এই চার্জশিট পেশ করে সিআইডি। গত ১৪ সেপ্টেম্বর এই খুনের মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা। তাতে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের নাম ছিল। তবে তখন সন্দেহভাজন হিসাবে তাতে নাম ছিল মুকুল রায়ের। এবার চার্জশিটে আসামি হিসাবে নাম ওঠায় রাজনৈতিক মহলে শোরগোল পড়েছে।

Advertisment

গত ২০১৯ সালের ১০ ফেব্রুয়ারি সরস্বতী পুজোর একটি অনুষ্ঠানে প্রকাশ্যে আতাতায়ীদের হাতে খুন হন কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস। সেইসময় বিজেপির অভিযোগ ছিল, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেই খুন হন সত্যজিৎ। কিন্তু সিআইডি তদন্তে নাম উঠে আসে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার, বিজেপি নেতা মুকুল রায়-সহ একাধিক নেতার। একাধিকবার ভবানী ভবনে ঢেকে জগন্নাথ সরকারকে জেরা করে সিআইডি।

আরও পড়ুন কোটি কোটি টাকা নিয়েছেন শুভেন্দু-মুকুল-অধীর-বিমানরা, বিস্ফোরক চিঠি সুদীপ্ত সেনের

চার্জশিট প্রসঙ্গে এদিন মুকুল রায় বলেছেন, "এ তো জানা কথা। আমার বিরুদ্ধে ৪৪টা মামলা আছে। আমি এই নিয়ে চিন্তিত নই। লাভপুরে মণিরুলের কোনও একটা মামলাতেও আমার নাম আছে। আইনের উপর আমার ভরসা আছে। আমি আইনি পথে লড়ে নেব।" মুকুল রায়ের আইনজীবী জানিয়েছেন, এই নিয়ে পাঁচজনের নাম চার্জশিটে মূল ষড়যন্ত্রকারী হিসাবে দেখানো হয়েছে। তাঁদের মধ্যে জগন্নাথ সরকার, মুকুল রায়ও রয়েছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tmc bjp mukul roy CID
Advertisment