Advertisment

শক্তিগড়ে দুর্ঘটনা, হাওড়া-শিয়ালদহে একগুচ্ছ ট্রেন বাতিল, গরমে চরমে উঠতে পারে ভোগান্তি

শক্তিগড়ে লোকাল ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার জেরে বৃহস্পতিবার হাওড়া এবং শিয়ালদহ শাখায় রেল পরিষেবা ব্যাহত।

author-image
IE Bangla Web Desk
New Update
Multiple trains canceled on Howrah and Sealdah section due to train derailment at Shaktigarh

প্রতীকী ছবি।

বুধবার রাতে পূর্ব বর্ধমানের শক্তিগড়ে লোকাল ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার জেরে বৃহস্পতিবার হাওড়া এবং শিয়ালদহ শাখায় রেল পরিষেবা ব্যাহত। দুটি শাখাতেই একাধিক এক্সপ্রেস ট্রেন বাতিলের পাশাপাশি বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। কয়েকটি ট্রেনের রুট ঘুরিয়েও দেওয়া হয়েছে। রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এব্যাপারে বিস্তারিতভাবে জানানো হয়েছে।

Advertisment

বুধবার রাতে পূর্ব বর্ধমানের শক্তিগড় স্টেশনে ঢোকার মুখে মালগাড়ির সঙ্গে সংঘর্ষ হয় ব্যান্ডেল লোকালের। মালগাড়ির ধাক্কায় লোকাল ট্রেনটির দুটি বগি লাইন্যচুত হয়ে পড়ে। রাতভর চলেছে বগি সরানোর কাজ। যদিও এই দুর্ঘটনার জেরে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। তবে দুর্ঘটনার ব্যাপক প্রভাব পড়েছে রেল পরিষেবায়। বৃহস্পতিবার রেলের তরফে রীতিমতো বিবৃতি দিয়ে বেশ কিছু ট্রেন বাতিলের ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে বেশ কয়েকটি ট্রেনকে অন্য রুটে ঘোরানো হয়েছে।

আরও পড়ুন- সজোরে ধাক্কা মালগাড়ির, হুড়মুড়িয়ে লাইন থেকে নেমে গেল চলন্ত লোকাল ট্রেনের বগি

বাতিল করা হয়েছে ধানবাদ-হাওড়া কোল্ডফিল্ড এক্সপ্রেস, হাওড়া- মালদহ টাউন ইন্টারসিটি এক্সপ্রেস এবং মালদহ টাউন-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস। একইভাবে রাধিকাপুর-হাওড়া কুলিক এক্সপ্রেস রামপুরহাট – আহমেদপুর – কাটোয়া জংশন- ব্যান্ডেল হয়ে ঘোরানো হচ্ছে। ট্রেনটির নির্ধারিত রুট ছিল রামপুরহাট – বর্ধমান – ব্যান্ডেল। এছাড়াও রাজেন্দ্রনগর (টি) – হাওড়া – রাজেন্দ্রনগর (টি) জনশতাব্দী এক্সপ্রেসের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে।

আরও পড়ুন- ধেয়ে আসছেই ‘মোকা’, প্রায় তৈরি অতি শক্তিশালী ঘূর্ণিঝড়, ৩ জেলায় বৃষ্টির পূর্বাভাস

দুর্ঘটনার জেরে হাওড়া শাখার পাশাপাশি শিয়ালদহ ডিভিশনেও বেশ কয়েকটি ট্রেন বাতিলের ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার ডাউন শিয়ালদহ-রামপুরহাট-শিয়ালদহ এক্সপ্রেস বাতিল থাকছে। এছাড়াও শিয়ালদহ-আসানসোল-শিয়ালদহ ইন্টারসিটি এক্সপ্রেস, শিয়ালদহ-সিউড়ি-শিয়ালদহ মেমু ট্রেন বাতিল থাকছে।

Train Accident West Bengal Howrah Sealdah shaktigarh
Advertisment