Advertisment

Mumbai-Howrah mail derailed: 'আর কতদিন সহ্য করব?', মুম্বই মেল দুর্ঘটনাগ্রস্ত, কেন্দ্রের উদাসীনতাকে তোপ মমতার

Mumbai-Howrah Mail derailed: ২ মাসে তিনবার! ফের বড়সড় রেল দুর্ঘটনা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেসের পর এবার মুম্বই-হাওড়া মেল দুর্ঘটনার কবলে। যার জেরে কেন্দ্রীয় সরকারকে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের উদ্দেশে মমতার তোপ, এটাই কি সরকার চালানোর নমুনা! কেন্দ্রের এই উদাসীনতা থামবে কবে তা নিয়েও প্রশ্ন তুলেছেন দুবারের প্রাক্তন রেলমন্ত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
Mumbai-Howrah Mail derailed, Mamata Banerjee

Mumbai-Howrah Mail derailed: দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসার পরেই নিজের এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন মুখ্যমন্ত্রী।

Mumbai-Howrah Mail derailed: ২ মাসে তিনবার! ফের বড়সড় রেল দুর্ঘটনা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেসের পর এবার মুম্বই-হাওড়া মেল দুর্ঘটনার কবলে। যার জেরে কেন্দ্রীয় সরকারকে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের উদ্দেশে মমতার তোপ, "এটাই কি সরকার চালানোর নমুনা!" কেন্দ্রের এই উদাসীনতা থামবে কবে তা নিয়েও প্রশ্ন তুলেছেন দুবারের প্রাক্তন রেলমন্ত্রী।

Advertisment

মঙ্গলবার ভোরে ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে মুম্বই-হাওড়া মেলের (Mumbai-Howrah Mail derailed) প্রায় ১৮টি বগি লাইনচ্যুত হওয়ার পরে কমপক্ষে দুইজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। বর্তমানে উদ্ধার তৎপরতা চলছে। দক্ষিণ পূর্ব রেলওয়ের (এসইআর) চক্রধরপুর ডিভিশনের রাজখরসওয়ান ওয়েস্ট আউটার এবং বারাবাম্বুর মধ্যে বারাবাম্বুর কাছে ভোর পৌনে চারটেয় দুর্ঘটনাটি ঘটে।

২২-বগির ১২৮১০ মুম্বই-হাওড়া মেল (Mumbai-Howrah Mail derailed) নাগপুর হয়ে বারাবাম্বুর কাছে লাইনচ্যুত হয়। এর মধ্যে ১৬টি যাত্রীবাহী কোচ, একটি পাওয়ার কার এবং একটি প্যান্ট্রি কার ছিল, দক্ষিণ-পূর্ব রেলের একজন শীর্ষ আধিকারিক জানিয়েছেন। আহত যাত্রীদের আরও চিকিৎসার জন্য চক্রধরপুর নিয়ে যাওয়ার আগে বারাবাম্বুতে চিকিৎসা করা হয়।

আরও পড়ুন ফের ট্রেন দুর্ঘটনা! ঝাড়খণ্ডে বেলাইন মুম্বই মেলের ১৮টি কোচ, নিহত ২-আহত বহু

মঙ্গলবার সকালে কাছাকাছি একটি মালগাড়ির লাইনচ্যুত হওয়ার খবর পাওয়া গেছে, তবে দক্ষিণ-পূর্ব রেলের মুখপাত্র ওমপ্রকাশ চরণ বলেছেন যে, দুটি দুর্ঘটনা একই সঙ্গে ঘটেছে কিনা তা এখনও স্পষ্ট নয়।

কী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়?

দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসার পরেই নিজের এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন মুখ্যমন্ত্রী। তাতে দুর্ঘটনার জেরে দুঃখপ্রকাশ করার পাশাপাশি নিহতদের পরিবার-পরিজনদের সমবেদনা জানান তিনি। পোস্টে কেন্দ্রের মোদী সরকারের উদ্দেশে তোপ দাগেন মমতা। তিনি লেখেন, “আমি প্রশ্ন করতে চাই, এটাই কি সরকার চালানোর নমুনা?” একের পর এক রেল দুর্ঘটনার দিকে ইঙ্গিত করে মুখ্যমন্ত্রী যোগ করেন, “প্রতি সপ্তাহে দুঃস্বপ্নের এই ধারাবাহিকতা, রেললাইনে এই মৃত্যুমিছিল—কত দিন আর আমরা সহ্য করব? সরকারের উদাসীনতা কি শেষ হবে না?”

Mamata Banerjee Mumbai-Howrah Mail derailed indian railway Train Accident
Advertisment