Advertisment

ভোটের সকালে রাজ্যজুড়ে ব্যাপক অশান্তি, রক্তাক্ত মালদহ-মুর্শিদাবাদ, রাজনৈতিক শত্রুতায় পরপর খুন

অন্তত ২০% বুথে নেই কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশনের কাছ জানালেও সাহায্য মিলছে না, এমনই অভিযোগ আক্রান্তদের। ভাঙড়ের হাতিশালায় আইএসএফ প্রার্থী হাজিরা বিবির বাড়ির বাইরে থেকে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Murshidabad violence

ভোট শুরু হতেই রাজ্যজুড়ে ভেসে আসতে শুরু করেছে অশান্তির খবর। রাত থেকে ইতিমধ্যে ভোটের বলি হয়েছেন ৬ জন। মুর্শিদাবাদের বেলডাঙায় তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে সংঘর্ষে রাজ্যের শাসক দলের এক কর্মী প্রাণ হারিয়েছেন। রানিনগরে আবার গুলিবিদ্ধ হয়েছেন দুই রাজনৈতিক কর্মী। সব মিলিয়ে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় ১১ জন গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ।

Advertisment

তার আগে ভোটের আগের রাতেই দিনহাটায় খুন হয়েছে। আবার, তুফানগঞ্জে এক তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে। এছাড়াও কোচবিহারে আরও এক রাজনৈতিক কর্মী খুন হয়েছেন বলে অভিযোগ। আহত হয়েছেন বেশ কয়েকজন। এর পাশাপাশি, মালদহের মানিকচকে ভোটের বলি হলেন এক তৃণমূলকর্মী। এদিন ভোটদান শুরুর পর্বে মানিকচকে শুরু হয় সংঘর্ষ।

আরও পড়ুন- পঞ্চায়েত ভোট যেন কুরুক্ষেত্রের ময়দান, বারাসতে নির্দল সমর্থককে পিটিয়ে খুন

কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ বাধে। তখনই বোমার আঘাতে ওই তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে খবর, মানিকচকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের জিশারদ টোলা এলাকায় ব্যাপক বোমাবাজি হয়। মৃত ব্যক্তির নাম শেখ মালেক। এই ঘটনায় আহত হয়েছেন সফিকুল ইসলাম-সহ ছয় জন ব্যক্তি। মৃত ব্যক্তি তৃণমূলের অঞ্চল সভাপতি মহন্মদ নাসির শেখের কাকা বলে পুলিশ সূত্রে খবর। কোচবিহারের ফলিমারিতে বিজেপির পোলিং এজেন্টকে গুলি করে খুন করার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ওই পোলিং এজেন্টের নাম মাধব বিশ্বাস। এর পাশাপাশি কদম্বগাছিতেও নির্বাচনের বলি হয়েছেন এক রাজনৈতিক কর্মী। ইসলামপুরে এক তৃণমূল কর্মীরা মাথায় গুলি করার অভিযোগ উঠেছে তৃণমূলেরই অপর গোষ্ঠীর বিরুদ্ধে। কানহাইয়ালাল ও আবদুল করিম চৌধুরী গোষ্ঠীর মধ্যে বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। ঘটনায় অভিযোগের তির করিম গোষ্ঠীর বিরুদ্ধে।

উত্তর ২৪ পরগনার বিলকান্দায় পুলিশের সামনেই ব্যাপক ছাপ্পা দেওয়ার অভিযোগ উঠেছে। জ্যাংড়ায় বুথ দখলের অভিযোগ উঠেছে। সেখানে বাম কর্মীরা আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। নন্দীগ্রামে তৃণমূল নেতা শেখে সুফিয়ানকে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। নন্দীগ্রামের তারাচন্দপুরে বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে ভোট বয়কট করেছিলেন ভোটাররা। তাঁরা এই দাবিতে আত্মহত্যার হুমকি দিয়ে হাতে বিষ নিয়েও বিক্ষোভ দেখান। এরপর চার জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ওই বুথে মোতায়েন করা হয়।

মানিকচক-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় রাস্তার ওপর বোমা পড়ে থাকার অভিযোগ উঠেছে। কোথাও আবার চাপ চাপ রক্ত পড়ে রয়েছে রাস্তায়। ভাঙড়ে আবার আইএসএফ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। ভাঙড়ের চকবেড়িয়া গ্রামের রাস্তায় এখনও পড়ে রয়েছে গুলির খোল। রাস্তায় পড়ে রয়েছে চাপ চাপ রক্ত, বাঁশ। ভাঙড়ে তিন জন গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ। গুলিবিদ্ধদের কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ভাঙড়ের হাতিশালায় আইএসএফ প্রার্থী হাজিরা বিবির বাড়ির বাইরে থেকে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

বিভিন্ন জায়গায় ভোটারদের ভোট দিতে না-দেওযার অভিযোগ উঠেছে। তাঁদের রাস্তা থেকেই সশস্ত্র ব্যক্তিরা ভয় দেখিয়ে ফিরিয়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের কাছে বারবার অভিযোগ জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। কিন্তু, কমিশনের ফোন বেজে গেলেও কেউ ধরছে না-বলে আক্রান্ত রাজনৈতিক কর্মীদের সহযোগীরা অভিযোগ করেছেন। গুরুতর পরিস্থিতির খবর পেয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস নিজেই বিভিন্ন অঞ্চলে পরিদর্শন শুরু করেছেন। পালটা, রাজ্যপাল তাঁর অধিকারের সীমা লঙ্ঘন করছেন বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। কাওগাছিতে এনিয়ে বিক্ষোভও দেখান তৃণমূল কর্মীরা। প্রসঙ্গত, পঞ্চায়েতের ৭৩ হাজার ৮৮৭টি বুথের মধ্যে ৯,০১৩টি আসনে ভোট হচ্ছে না। ওই ১২ শতাংশ আসনে কোনও একটি রাজনৈতিক দল বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতিমধ্যেই জয় পেয়ে গিয়েছে।

tmc election commission Violence
Advertisment