Advertisment

হেঁটে যাচ্ছেন তৃণমূল নেতা, পিছনে বাইকে দুষ্কৃতীরা, খুনের আগের মুহূর্তের রোমহর্ষক ফুটেজ ভাইরাল!

এখনও থমথমে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের বামনগাছি, দলুয়াখাকি এলাকা।

author-image
IE Bangla Web Desk
New Update
CCTV Footage of murder moment of Tmc Leader at Jaynagar

বাঁদিকে, খুনের ঠিক আগের মুহূর্তের ছবি। গতকাল ভোরে নমাজ পড়তে যাচ্ছিলেন জয়নগরের বামনগাছির তৃণমূল নেতা সইফুদ্দিন লস্কর। ডানদিকে তৃণমূল নেতার আগের ছবি।

এখনও থমথমে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের বামনগাছি এলাকা। গতকাল এলাকার তৃণমূল অঞ্চল সভাপতি সইফুদ্দিন লস্করকে খুন করেছে দুষ্কৃতীরা। কাকভোরে নমাজ পড়তে যাওয়ার পথেই তাঁকে গিরে ধরে গুলি চালায় বাইকে সওয়ার দুষ্কৃতীরা। খুনের ঠিক আগের মুহূর্তের কয়েকটি ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরায়। সেই ছবি হাতে এসেছে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার। রীতিমতো পরিকল্পনা করেই তৃণমূল নেতাকে খুন, এব্যাপারে একপ্রকার নিশ্চিত পুলিশ।

Advertisment

সোমবার ভোরে নমাজ পড়তে যাওয়ার পথে খুন হয়েছেন বামনগাছি এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতি তথা পঞ্চায়েত সদস্য সইফুদ্দিন লস্কর। পিছন থেকে বাইকে এসে দুষ্কৃতীরা এলোপাথাড়ি গুলি করে তাঁকে খুন করেছে। সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা সইফুদ্দিনকে খুন করেছে বলে অভিযোগ তৃণমূলের। যদিও অভিযোগ উড়িয়েছে সিপিএম। গতকাল এই খুনের পর অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকার পরিস্থিতি।

publive-image

হেঁটে যাচ্ছেন তৃণমূল নেতা সইফুদ্দিন লস্কর। পিছন থেকে বাইকে দুষ্কৃতীরা। সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া ছবি।

খুনে অভিযুক্ত সন্দেহে একজনকে বেধড়ক মারধর করে ক্ষুব্ধ জনতা। গুরুতর জখম হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এরপরেই বামনগাছি থেকে কমপক্ষে ৫ কিলোমিটার দূরের দলুয়াখাকি গ্রামে গিয়ে পড়ে রোষ। ওই গ্রামে সিপিএমের প্রভাব বেশি। কমপক্ষে ২০টি বাড়িতে চলে ব্যাপক ভাঙচুর। বাড়ি-ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। তৃণমূলের বিরুদ্ধেই হামলার অভিযোগ।

আরও পড়ুন- কড়া নিরাপত্তা, তবু সেলের নাম শুনলেই পার্থ-বালুদের আত্মারাম খাঁচা! কেন?

এদিকে, তৃণমূল নেতা খুনের তদন্তে নেমে কয়েকজনকে আটক করেছে পুলিশ। রীতিমতো পরিকল্পনা করেই সইফুদ্দিন লস্কর নামে ওই তৃণমূল নেতাকে খুন করা হয়েছে বলে একপ্রকার নিশ্চিত পুলিশ। ওই ব্যক্তি যে ভোরে নমাজ পড়তে যান সেব্যাপারে আগেই তথ্য ছিল দুষ্কৃতীদের হাতে। তাই আগেভাগে সবরকম প্ল্যান সাজিয়েই চলে হামলা।

tmc Murder South 24 Pgs West Bengal CCTV Footage
Advertisment