/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/01/army-feature.jpg)
সেনাবাহিনীর বিশেষ প্রদর্শনী। ছবি- পরাগ মজুমদার
ছাত্রদের মধ্যে দেশপ্রেম এবং সেনাবাহিনীর প্রতি আকর্ষণ তৈরি করতে এক অভিনব রোমহর্ষক শিবিরের আয়োজন করল মুর্শিদাবাদের বহরমপুরের আর্মি ক্যাম্প। সেই ক্যাম্পেই উপছে পড়ল উৎসুক ছাত্র-ছাত্রীদের ভিড়। কেউ হাতে তুলে নিয়েছে ইনসান, কেউ আবার মহড়ার ভঙ্গিতে তাক করছে এ কে ৪৭। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই শিবির নজর কেড়েছে সকলেরই।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/01/army-in-line.jpg)
বহরমপুরের নবগ্রাম মিলিটারি ক্যাম্পের কমান্ডিং অফিসার এয়ার ডিফেন্স রেজিমেন্টের কর্নেল ও ব্রিগেডিয়র নিশ্চল সুদের মতন উচ্চপদস্থ সেনা কর্তারা এই শিবিরের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীর আধুনিকরণের বিষয়টিও তুলে ধরেন। পাশাপাশি দেশরক্ষার জন্য অতন্দ্র প্রহরী জওয়ানদের জীবন কাহিনীও তুলে ধরেন। অত্যাধুনিক র্যাডার (যা কুড়ি কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘার হানতে পারে), অতি উন্নত মানের এলএমজি মেশিনগান (প্রায় ১০ কিলোমিটার দূরের টার্গেটকে ধুলিস্যাৎ করে দিতে পারে এমন কম্পনেন্ট আপগ্রেড বন্দুক), এ কে ৪৭-এর মতো আরোও একাধিক ভারতীয় সেনাবাহিনী অত্যাধুনিক আর্টিলারি সরঞ্জাম প্রদর্শন করেন।
মুর্শিদাবাদে ভারতীয় সেনাবাহিনীর অভিনব শিবির pic.twitter.com/2Ll9BZHFWi
— Indian Express Bangla (@ieBangla) January 28, 2020
এয়ার ডিফেন্স রেজিমেন্টের কর্নেল গৌরব বলেন, "আমাদের দেশের সেনাবাহিনীরা কীভাবে অত্যাধুনিক সরঞ্জামে সজ্জিত হয়ে দেশবাসীকে প্রতিমুহূর্তে সীমান্তে শত্রুদের হাত থেকে দেশবাসীকে রক্ষার জন্য অতন্দ্র প্রহরীর মতন জেগে রয়েছেন, তা পড়ুয়াদের দেখানোর মধ্য দিয়ে তাঁদের অনুপ্রেরণা এবং উদ্বুদ্ধ করার প্রচেষ্টা করা হয়েছে। যার ফলে দেশের প্রতি তাঁদের শ্রদ্ধা যাতে আরও বেড়ে ওঠে। ভবিষ্যতে তাঁরা যাতে দেশের সেবা করতে পারে"। নবগ্রাম মিলিটারি স্টেশনের ব্রিগেডিয়ার নিশ্চল সুদ বলেন, "শুধু ছাত্ররাই নয় আমাদের ঘরের ছাত্রীরাও একইভাবে যাতে দেশের সেনাবাহিনীর কাজের প্রতি আকর্ষণবোধ করে এবং আগামী দিনে ভবিষ্যতে তাঁরা যাতে দেশের কাজে নিজেকে নিয়োজিত করতে পারে, সেই অনুভূতি তাদের মধ্যে গড়ে তুলতেই এই অভিনব আর্টিলারি শিবিরের আয়োজন"।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/01/army-in-line2.jpg)
এই চোখ ধাঁধানো শিবির চাক্ষুষ করতে পেরে ছাত্র-ছাত্রীরাও উত্তেজিত। কেন্দ্রীয় বিদ্যালয় এর পড়ুয়া ঋতিজা দাস, কৌস্তিকা মিত্ররা রীতিমতো উদ্দীপিত হয়ে বলে, "এতদিন টিভির পর্দায় আর সিনেমাতেই সেনাবাহিনীর নানান কার্যকলাপ আমরা দেখেছি। এত কাছ থেকে এইভাবে অস্ত্রশস্ত্র দেখতে পাওয়ার অনুভূতি একেবারেই আলাদা। দেশের জন্য আমাদের প্রত্যেকেরই কিছু করা উচিত। আমরাও চেষ্টা করব আগামী দিনে সেনাবাহিনীতে যোগদান করার"।
উৎসুক ছাত্র-ছাত্রীদের উপচে পড়ছে ভিড়। কেউ বা হাতে তুলে নিচ্ছে ইন্সাস, কেউ আবার মহড়ার ভঙ্গিতে তাক করছে একে ৪৭ হাতে নিয়েই।আর সামনে দাঁড়িয়ে ভারতীয় সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্তারা। রীতিমত শিহরণ জাগানো অনুভূতি মুর্শিদাবাদের বহরমপুরে কেন্দ্রীয় বিদ্যালয়ে নবগ্রামের আর্মি ক্যাম্পের উদ্যোগে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ছাত্রছাত্রীদের মধ্যে দেশপ্রেম ও সেনাবাহিনীতে ভবিষ্যতে যোগ দেবার প্রতি আকর্ষণ করে তুলতে এক অভিনব রোমহর্ষক শিবিরে। নবগ্রাম মিলিটারি ক্যাম্পের কমান্ডিং অফিসার এয়ার ডিফেন্স রেজিমেন্টের কর্ণেল ও ব্রিগেডিয়ার নিশ্চল সুদের মতন উচ্চপদস্থ সেনা কর্তারা ওই শিবিরের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীর আধুনিকরণের মধ্যে দিয়ে দেশরক্ষার জন্য অতন্দ্র প্রহরীর মতো কাজ করে যাওয়া জাওয়ানদের বীর কাহিনী তুলে ধরেন। এই শিবিরে ছাত্রদের দেখানো হচ্ছে অত্যাধুনিক রেডার যা কুড়ি কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে ধাওয়া করতে পারে। অতি উন্নত মানের এলএমজি মেশিনগান, প্রায় ১০ কিলোমিটার দূরের টার্গেটকে ধুলিস্যাৎ করে দিতে পারে এমন কম্পনেন্ট আপগ্রেড গান, ইন্সাস, একে ৪৭ সহ আরোও একাধিক ভারতীয় সেনাবাহিনী অত্যাধুনিক আর্টিলারি সরঞ্জাম।