Humayun Kabir:বেলডাঙায় ‘বাবরি মসজিদ’ গড়বেন হুমায়ুন কবীর, সৌদি থেকে আনছেন ইমাম

Murshidabad News:মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদ তৈরির ঘোষণা করে নতুন বিতর্কে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। সৌদি আরব থেকে ইমাম আনানোর পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। আসন্ন নির্বাচনের আগে তাঁর এই পদক্ষেপে রাজনৈতিক মহলে তীব্র আলোচনা।

Murshidabad News:মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদ তৈরির ঘোষণা করে নতুন বিতর্কে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। সৌদি আরব থেকে ইমাম আনানোর পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। আসন্ন নির্বাচনের আগে তাঁর এই পদক্ষেপে রাজনৈতিক মহলে তীব্র আলোচনা।

author-image
IE Bangla Web Desk
New Update
Humayun Kabir controversy, Trinamool MLA statement, Bharatpur TMC MLA, Murshidabad politics, internal conflict in TMC, Trinamool faction feud, TMC MLA warns leadership, Bengal politics, political controversy, Trinamool Congress news, Mamata Banerjee, Apurba Sarkar, TMC dispute,হুমায়ুন কবির, তৃণমূল বিধায়ক বিতর্ক, ভরতপুর রাজনীতি, মুর্শিদাবাদ তৃণমূল, তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্ব, অপূর্ব সরকার, দলের ভেতর বিরোধ, মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস খবর, হুমায়ুন কবির হুঁশিয়ারি, রাজনৈতিক বিতর্ক, পশ্চিমবঙ্গ রাজনীতি

Humayun Kabir: তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর।

Humayun Kabir-TMC MLA: আবারও চর্চার কেন্দ্রে মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। এবার নতুন বিতর্কের জন্ম দিয়ে তিনি ঘোষণা করেছেন, জেলার বেলডাঙায় তৈরি করবেন ‘বাবরি মসজিদ’।

Advertisment

বিধায়ক হুমায়ুন কবীরের দাবি, আগামী ৬ ডিসেম্বর ২০২৫-এ বেলডাঙায় বাবরি মসজিদের কাজ শুরু হবে। মসজিদ নির্মাণের জন্য তিনি শুধু রাজ্যের বিভিন্ন জেলা থেকেই নয়, ভিনরাজ্য যেমন জম্মু-কাশ্মীর থেকেও সহযোগিতা পাচ্ছেন বলে জানিয়েছেন।

আরও পড়ুন- West Bengal News Live Updates:আজই বাংলায় SIR ঘোষণার প্রবল সম্ভাবনা! বিকেলে দিল্লিতে সাংবাদিক বৈঠকে কমিশন

Advertisment

সবচেয়ে চমকপ্রদ দাবি তাঁর — সৌদি আরব থেকে ইমাম আনার পরিকল্পনা রয়েছে। তাঁর কথায়, “সৌদি আরব থেকে ইমাম কলকাতা বিমানবন্দরে নামবেন, সেখান থেকে হেলিকপ্টারে বেলডাঙায় পৌঁছাবেন। সেই কারণেই মসজিদ সংলগ্ন এলাকায় হেলিপ্যাড তৈরির ব্যবস্থা করা হবে।”

আরও পড়ুন-West Bengal Weather Update:আতঙ্ক বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘মন্থা’! রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি ও দুর্যোগের আশঙ্কা

তৃণমূলের এই দাপুটে বিধায়ক অতীতেও নানা মন্তব্যে দলকে অস্বস্তিতে ফেলেছেন। সূত্রের খবর, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ভরতপুর থেকে তাঁকে আর টিকিট নাও দেওয়া হতে পারে। তবে হুমায়ুন কবীর ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন— দল তাঁকে টিকিট না দিলে নিজস্ব দল গড়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।

আরও পড়ুন-Jagadhatri Puja 2025:গ্রামীণ জীবনের সুরে মণ্ডপসজ্জা, থিমে নজর কাড়ছে চন্দননগর মনসাতলা বারোয়ারি

news of west bengal Humayun Kabir Murshidabad Babri Mosque tmc