/indian-express-bangla/media/media_files/2025/10/27/humayun-2025-10-27-11-23-20.jpg)
Humayun Kabir: তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর।
Humayun Kabir-TMC MLA: আবারও চর্চার কেন্দ্রে মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। এবার নতুন বিতর্কের জন্ম দিয়ে তিনি ঘোষণা করেছেন, জেলার বেলডাঙায় তৈরি করবেন ‘বাবরি মসজিদ’।
বিধায়ক হুমায়ুন কবীরের দাবি, আগামী ৬ ডিসেম্বর ২০২৫-এ বেলডাঙায় বাবরি মসজিদের কাজ শুরু হবে। মসজিদ নির্মাণের জন্য তিনি শুধু রাজ্যের বিভিন্ন জেলা থেকেই নয়, ভিনরাজ্য যেমন জম্মু-কাশ্মীর থেকেও সহযোগিতা পাচ্ছেন বলে জানিয়েছেন।
সবচেয়ে চমকপ্রদ দাবি তাঁর — সৌদি আরব থেকে ইমাম আনার পরিকল্পনা রয়েছে। তাঁর কথায়, “সৌদি আরব থেকে ইমাম কলকাতা বিমানবন্দরে নামবেন, সেখান থেকে হেলিকপ্টারে বেলডাঙায় পৌঁছাবেন। সেই কারণেই মসজিদ সংলগ্ন এলাকায় হেলিপ্যাড তৈরির ব্যবস্থা করা হবে।”
তৃণমূলের এই দাপুটে বিধায়ক অতীতেও নানা মন্তব্যে দলকে অস্বস্তিতে ফেলেছেন। সূত্রের খবর, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ভরতপুর থেকে তাঁকে আর টিকিট নাও দেওয়া হতে পারে। তবে হুমায়ুন কবীর ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন— দল তাঁকে টিকিট না দিলে নিজস্ব দল গড়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।
আরও পড়ুন-Jagadhatri Puja 2025:গ্রামীণ জীবনের সুরে মণ্ডপসজ্জা, থিমে নজর কাড়ছে চন্দননগর মনসাতলা বারোয়ারি
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us