Cyber Crime: সাইবার প্রতারণায় দুরন্ত সাফল্য! বিরাট গ্রেফতারি উদ্ধার লক্ষ লক্ষ টাকা

Cyber Crime:এ ঘটনায় ১৪-১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ১৫টি মামলা রুজু করা হয়েছে। পুলিশ সুপারের দাবি, আগামী এক-দেড় মাসে আরও ৫০-৬০ লক্ষ টাকা উদ্ধার করা সম্ভব হবে।

Cyber Crime:এ ঘটনায় ১৪-১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ১৫টি মামলা রুজু করা হয়েছে। পুলিশ সুপারের দাবি, আগামী এক-দেড় মাসে আরও ৫০-৬০ লক্ষ টাকা উদ্ধার করা সম্ভব হবে।

author-image
Gopal Thakur
New Update
IMG-20250808-WA0040

সাইবার ক্রাইম থানা

Cyber Crime: অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া ৪০ লক্ষ টাকা ফেরাল মুর্শিদাবাদ পুলিশ।

Advertisment

মুর্শিদাবাদ জেলার বিভিন্ন সময়ে অনলাইন প্রতারণার শিকার হওয়া মানুষদের মোট ৪০ লক্ষ টাকা ফিরিয়ে দিল জেলা প্রশাসন। শুক্রবার বিকেলে বহরমপুরে জেলা পুলিশ সুপারের দফতরে প্রতারিতদের হাতে আনুষ্ঠানিকভাবে চেক তুলে দেওয়া হয়। টাকা ফেরত পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।

জেলা পুলিশ সুপার কুমার সানি রাজ জানান, অনলাইনে ফাঁদ পেতে সাইবার প্রতারকরা সাধারণ মানুষের অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। অভিযোগ পাওয়ার পর সাইবার টিম দ্রুত তদন্তে নামে। গত দু’মাসে সাইবার টিম ৪০ লক্ষ টাকা উদ্ধার করেছে। এ ঘটনায় ১৪-১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ১৫টি মামলা রুজু করা হয়েছে। পুলিশ সুপারের দাবি, আগামী এক-দেড় মাসে আরও ৫০-৬০ লক্ষ টাকা উদ্ধার করা সম্ভব হবে।

Advertisment

সাইবার টিমের ভূয়সী প্রশংসা করে তিনি জানান, টিমে একাধিক দক্ষ অফিসার রয়েছেন, যারা মিলিতভাবে প্রশংসনীয় কাজ করছেন। এদিন খোয়া যাওয়া টাকা ফেরত পেতে বহরমপুর থেকে আসেন পুজা বেঙ্গানি। তিনি জানান, ২০২৪ সালের এপ্রিল মাসে তাঁর সাড়ে সাত লক্ষ টাকা খোয়া গিয়েছিল। এদিন তার মধ্যে ১ লক্ষ ২০ হাজার টাকা ফেরত পেয়েছেন।

আরও পড়ুন: বঙ্গে SIR নিয়ে বিরাট ঘোষণা, কাদের নাম বাদ? জানিয়েই দিলেন কেন্দ্রীয় মন্ত্রী

cyber crime Cyber Security