Advertisment

‘ম্যাডাম মুখ্যমন্ত্রী, অপরাধীদের যেন বিচার হয়’, জিয়াগঞ্জকাণ্ডে মমতাকে টুইট বার্তা অপর্ণা সেনের

‘‘রাজনৈতিক দলমত নির্বিশেষে পশ্চিমবঙ্গের সব নাগরিক আপনারই দায়িত্বে। আপনি সকলের মুখ্যমন্ত্রী’’।

author-image
IE Bangla Web Desk
New Update
Aparna Sen, অপর্ণা সেন, অপর্ণা, মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা, মমতার খবর, জিয়াগঞ্জকাণ্ড, mamata banerjee, aparna, aparna sen tweet, অপর্ণা সেনের টুইট, জিয়াগঞ্জে খুন, Aparna Sen speaks on Jiaganj Murder Case, Jiaganj , জিয়াগঞ্জ, murshidabad, মুর্শিদাবাদ

অপর্ণা সেন ও মমতা বন্দ্যোপাধ্যায়।

মুর্শিদাবাদের জিয়াগঞ্জে স্কুল শিক্ষক ও তাঁর স্ত্রী-পুত্রকে খুনের ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। স্কুল শিক্ষক ও তাঁর পরিবারকে খুনের ঘটনায় এবার সোচ্চার হলেন চিত্রপরিচালক-অভিনেত্রী তথা সিঙ্গুর-নন্দীগ্রাম পর্বে ‘আমরা পরিবর্তন চাই’ হোর্ডিং-এর অন্যতম মুখ অপর্ণা সেন। শুক্রবার টুইট করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে অপর্ণার আর্জি, ‘‘ম্যাডাম মুখ্যমন্ত্রী, অপরাধীরা যেন শাস্তি পায়’’।

Advertisment

ঠিক কী লিখেছেন অপর্ণা সেন?

জিয়াগঞ্জকাণ্ডের প্রেক্ষিতে টুইট করে অপর্ণা লিখেছেন, ‘‘আরএসএস কর্মী, তাঁর অন্ত:সত্ত্বা স্ত্রী ও তাঁর সন্তানকে খুন করা হয়েছে আমাদের এই পশ্চিমবঙ্গে! এ ধরনের জঘন্য ঘটনার যাই কারণ থাকুক না কেন, এটা আমাদের কাছে লজ্জার! ম্যাডাম মুখ্যমন্ত্রী, অপরাধীদের যাতে বিচার হয়, সে ব্যাপারটি দয়া করে নিশ্চিত করুন। রাজনৈতিক দলমত নির্বিশেষে পশ্চিমবঙ্গের সব নাগরিক আপনারই দায়িত্বে। আপনি সকলের মুখ্যমন্ত্রী’’। উল্লেখ্য, এই প্রথমবার নয়, এর আগেও এনআরএস-এ জুনিয়র ডাক্তারদের বিক্ষোভের সময়ও সোচ্চার হয়েছিলেন অপর্ণা। সে সময় মমতাকে এনআরএসে যাওয়ার জন্য অনুরোধও করেছিলেন অপর্ণা সেন। অন্যদিকে, গণপিটুনির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মোদীকে খোলা চিঠিও দিয়েছিলেন এই অভিনেত্রী-চিত্র পরিচালক।

আরও পড়ুন: জিয়াগঞ্জের হত্যাকাণ্ডে গ্রেফতার শূন্য, পথে গেরুয়া শিবির

উল্লেখ্য, বিজয়া দশমীর উচ্ছ্বাসের মাঝে মুর্শিদাবাদের জিয়াগঞ্জ শহরে বাড়ির ভিতরে স্কুল শিক্ষক বন্ধুপ্রকাশ পাল, তাঁর সন্তান সম্ভবা স্ত্রী বিউটি মণ্ডল পাল ও তাঁদের নাবালক ছেলে অঙ্গন পালকে খুনের ঘটনায় এই মুহূর্তে তোলপাড় রাজ্য রাজনীতি থেকে সোশাল মিডিয়া। মুর্শিদাবাদের বিজেপির সভাপতি গৌরীশঙ্কর ঘোষের দাবি, “ব্লু-প্রিন্ট বানিয়ে ওই আরএসএস কর্মীর পরিবারকে নিশ্চিহ্ন করতেই এই ঘটনা ঘটানো হয়েছে। ৭২ঘন্টা অতিবাহিত হয়ে গেলেও পুলিশ এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আমরা এবার এই ঘটনার প্রতিবাদ জানিয়ে জেলা জুড়ে বৃহত্তর আন্দোলনে নামতে চলেছি’’।

আরও পড়ুন: ‘উদ্বেগজনক পরিস্থিতি রাজ্যে’, জিয়াগঞ্জের খুন নিয়ে সরব রাজ্যপাল, পাল্টা তোপ তৃণমূলের

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের মুখ খুলেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজ্যপালের এহেন বক্তব্যের প্রেক্ষিতে সরব হয়েছে তৃণমূল শিবির। তাঁদের বক্তব্য, রাজ্যের সাংবিধানিক প্রধানের পদে থেকে রাজ্যপালের এই মন্তব্য অনুচিত।

Mamata Banerjee Aparna Sen
Advertisment