/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/05/h.jpg)
'যদি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়, তবে মৃত্যুর শংসাপত্রে তা উল্লেখ করা যাবে না।' সম্প্রতি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার দেবদাস সাহা এই নির্দেশ দিয়েছিলেন। যা ঘিরে রাজ্য জুড়ে হইচই পড়ে যায়। পরে ওই নির্দেশ সংশোধনও করা হয়েছিল। কিন্তু, তারপর ২৪ ঘন্টা কাটতে না কাটতেই হাসপাতালের সুপার দেবদাস সাহাকে রাতারাতি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে বদলি করা হল।
হাসপাতাল সুপারের ওই নির্দেশ ঘিরে রাজনৈতিক তরজা দানা বাঁধে। বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত প্রথম বিষয়টি প্রকাশ্যে আনেন। ওই নির্দেশকে 'চূড়ান্ত কলঙ্কজনক' বলে দাবি করেন তিনি। তাঁর কথায়, 'মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের সুপারের নির্দেশেই স্পষ্ট যে, মৃত্যুর কারণ হিসাবে করোনার কথা লেখা যাবে না। এতে রাজ্য সরকারের ব্যর্থতার বিষয়টি পরিস্তার হয়ে যাবে। যা ঢাকতেই এই পদক্ষেপ?'
আরও পড়ুন- প্রধানমন্ত্রী ফেল করেছে, রেশনে ডাল আসেনি: জ্যোতিপ্রিয়
গত বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে বিষয়টি উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানান, 'একটি নির্দেশ ঘিরে অনেকেই অনেক কথা বলছেন। আমরা ভুল করলে তা শুধরে নিতে জানি।'
এরপরই অবশ্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার দেবদাস সাহাকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে বদলি করে দেওয়া হয়। অ্যানাসথেসিওলজির অধ্যাপকের দায়িত্ব সামলাবেন তিনি। তাঁর জায়গায় সুপারের দায়িত্ব নেন ডাঃ শর্মিলা মল্লিক।
কেন এই বদলি? তা নিয়ে প্রশাসনের কর্তাদের কাছ থেকে কোনও ব্যাখা পাওয়া যায়নি। মুখ্যসচিব রাজীব সিনহা বলেছেন,'মুখ্যসচিব এই ধরণের বিষয়ে জবাব দেওয়ার জন্য সঠিক ব্যক্তি নন।'
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন