উৎসবের মাঝেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা, কান্নার রোল

উৎসবের মাঝেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা, কান্নার রোল সেলফি তুলতে গিয়ে পাহাড়ি নদীর জলে ভেসে গেল মুর্শিদাবাদের সুতির পরিযায়ী শ্রমিক।

উৎসবের মাঝেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা, কান্নার রোল সেলফি তুলতে গিয়ে পাহাড়ি নদীর জলে ভেসে গেল মুর্শিদাবাদের সুতির পরিযায়ী শ্রমিক।

author-image
Gopal Thakur
New Update
cats

পাহাড়ি নদীর জলে ভেসে গেল মুর্শিদাবাদের সুতির পরিযায়ী শ্রমিক।

উৎসবের মাঝেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। সেলফি তুলতে গিয়ে পাহাড়ি নদীর জলে ভেসে গেল মুর্শিদাবাদের সুতির পরিযায়ী শ্রমিক।

Advertisment

উড়িষ্যার পাহাড়ি নদীর ধারে গিয়ে সেলফি তুলতে গিয়ে ঘটল চরম বিপত্তি। পাহাড়ি নদীর জলে ভেসে গেল বাংলার এক পরিযায়ী শ্রমিক। না মিলেছে কোনো খোঁজ, না মিলেছে তার মৃতদেহ। এমন ঘটনা জেরে রীতিমতো চাঞ্চলের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদ জেলার সুতির রমাকান্তপুর এলাকায়।

জানা গিয়েছে, সুতির রমাকান্তপুর খরিবোনার গ্রামের বছর ২৫ এর  যুবক শাহিন আলম। মাস খানেক আগে উড়িষ্যায় গিয়েছিল রাজমিস্ত্রির কাজে। মঙ্গলবার কাজ বন্ধ থাকায় সহ কর্মীদের সাথে বিকেলে গিয়েছিল স্থানীয় এক পাহাড়ি নদীর ধারে। পাহাড়ি নদীতে সেলফি তুলতে গিয়ে হঠাৎ সহকর্মীদের চোখের সামনে জলের স্রোতে ভেসে যায় সে। সহকর্মীরা বাঁচানোর চেষ্টা করলেও তাকে বাঁচাতে পারেনি। 

Advertisment

এদিকে ঘটনার খবর পেয়ে উড়িষ্যার স্থানীয় প্রশাসন শুরু করে উদ্ধারের কাজ। কিন্তু এখনো মেলেনি যুবক শাহিন আলম এর দেহ।  উড়িষ্যায় রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে পাহাড়ি নদীর জলে ভেসে গিয়েছে পরিযায়ী শ্রমিক এমন খবর পরিবারে আসতেই রীতিমত পরিবার জুড়ে কান্নার রোল পড়ে যায়।

উড়িষ্যা পুলিশ প্রশাসনের পাশাপাশি মুর্শিদাবাদ জেলা পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে দাবি করে মৃতদেহ উদ্ধারের জন্য আবেদন জানিয়েছে পরিবার-পরিজনরা।

আরও পড়ুন- পুজোর মধ্যেই কেন্দ্রের বড় ঘোষণা, ফের ৩ শতাংশ বাড়ল মহার্ঘ্য ভাতা

Dead Migrant labour