হুকিং করে বাড়িতে বিদ্যুৎ সংযোগ নিয়েছিলেন এলাকার দাপুটে তৃণমূল নেতা। এই খবর কানে যেতেই বুধবার মুর্শিদাবাদের নবগ্রামের ওই তৃণমূল নেতার বাড়িতে হানা দেন বিদ্যুৎ দফতরের কর্মীরা। তাঁদের উপর হামলা করা হয়। অভিযোগ, বিদ্যুৎ দফতরের কর্মীদের বেধড়ক মারধর করেছেন তৃণমূলের অঞ্চল সভাপতি ওই নেতা ও তাঁর বাড়ির লোকজন। তাঁদের গাড়িতেও চলে বেপরোয়া ভাঙচুর। ভয়ে ফিরে আসেন বিদ্যুৎ কর্মীরা। শেষমেশ থানায় অভিযোগ দায়ের করা হয়।
মুর্শিদাবাদের নবগ্রামের গুড়াপাশলা অঞ্চলের তৃণমূল সভাপতি বদিউজ্জামান শেখ। অভিযোগ, তিনি তাঁর বাড়িতে হুকিং করে বিদ্যুতের সংযোগ নিয়েছিলেন। চুরির বিদ্যুতে বাড়িতে থাকা একের পর এক ইলেক্ট্রনিক্স সামগ্রী চালানো হচ্ছিল। এই খবর কোনওভাবে পৌঁছে যায় বিদ্যুৎ দফতরের কর্মীদের কাছে।
আরও পড়ুন- কলকাতার কাছেই ‘মিনি গোয়া’, বর্ষায় নিরিবিলি সাগরপাড়ের অপূর্ব শোভা মন কাড়বেই!
বিদ্যুৎ চুরির এই অভিযোগ পেয়ে তৃণমূলের ওই নেতার বাড়িতে অভিযান চালানো হয়। তবে সেই অভিযানে গিয়ে মারাত্মক অভিজ্ঞতার সম্মুখীন হতে হল বিদ্যুৎ দফতরের কর্মীদের। অভিযোগ, তৃণমূল অঞ্চল সভাপতি বদিউজ্জামান শেখের বাড়িতে ঢুকতেই বিদ্যুৎ দফতরের কর্মীদের উপর আক্রমণ চালানো হয়। খোদ বদিউজ্জামানই বেধড়ক মারধর করেছেন বিদ্যুৎ দফতরের কর্মীদের। তাঁরই সঙ্গে হামলায় যোগ দেয় তাঁর বাড়ির লোকজনও।
আরও পড়ুন- খাস কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ি, মৃত্যু মহিলার
শুধু মারধরই নয়, বিদ্যুত দফতরের গাড়িতেও বেপরোয়াভাবে ভাঙচুর চালানো হয়েছে। আতঙ্কে এলাকা ছেড়ে পালিয়ে যান বিদ্যুৎ কর্মীরা। পরে নবগ্রামের গুড়াপাশলা অঞ্চলের তৃণমূল সভাপতি বদিউজ্জামান শেখ-সহ ৭ জনের নামে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে মূল অভিযুক্ত তৃণমূল নেতা-সহ বাকিরা পলাতক।