/indian-express-bangla/media/media_files/2025/10/05/cats-2025-10-05-17-45-25.jpg)
অধীর গড়ে হুলস্থূল, তোলপাড় ফেলা কাণ্ডে তুমুল চাঞ্চল্য
মুর্শিদাবাদ পুলিশের বিরাট সাফল্য। রবিবার সকালে মুর্শিদাবাদ পুলিশের স্পেশাল টিম ও বহরমপুর থানার পুলিশ বহরমপুর বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র সহ তিনজনকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম জাহাবুল মণ্ডল, মুকুল মণ্ডল ও হকদার শেখ।
প্রথম দুজনের বাড়ি মুর্শিদাবাদ থানার রঞ্জিতপাড়া এবং অপরজনের বাড়ি একই থানার গুধিয়া মাঝপাড়া। তাদের কাছ থেকে ৮টি ৭.৬৫ এম এম দেশি পিস্তল, ১৬টি ফাঁকা ম্যাগাজিন এবং ৮ রাউন্ড তাজা কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে। হাত বদলের জন্য ধৃতরা বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিল বলে জানা গিয়েছে।
মুর্শিদাবাদ জেলা অতিরিক্ত পুলিশ সুপার সাজিদ ইকবাল খান বলেন, গোপন সূত্র মারফত খবর ছিল, বহরমপুর বাসস্ট্যান্ডে আগ্নেয়াস্ত্রের হাতবদল হবে। খবর মোতাবেক এসওজি ও বহরমপুর পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে প্রথম দুজনকে আটক করে তল্লাশি চালানোর সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্রগুলি বাজেয়াপ্ত করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে হকদার শেখের নাম জানা যায়।
কিছুক্ষণের মধ্যে বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রামপুরহাট থেকে আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে আসা হয়েছিল বলে জানা গিয়েছে।