বিক্ষিপ্ত কয়েকটি অশান্তি নিয়েই ভোটগ্রহণ মুর্শিদাবাদের সাগরদিঘি উপ নির্বাচনে। ভোট প্রক্রিয়া শান্তিপূর্ণ রাখতে প্রয়োজনীয় একাধিক ব্যবস্থা এদিন নিতে দেখা গিয়েছে নির্বাচন কমিশনকে। কোথাও ভোটে অনিয়মের অভিযোগ উঠতেই পোলিং, প্রিসাইডিং অফিসারকে পর্যন্ত সরিয়ে দেওয়া হয়েছে। কোথাও আবার বুথের ২০০ মিটারের মধ্যে জমায়েত দেখে কড়া প্রতিক্রিয়া দিয়েছে নির্বাচন কমিশন। দ্রুত নেওয়া হয়েছে উপযুক্ত ব্যবস্থা।
তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুব্রত সাহার আকস্মিক প্রয়াণের জেরেই উপ-নির্বাচন মুর্শিদাবাদের এই কেন্দ্রে। জেতা আসন ধরে রাখতে মরিয়া শাসকদল তৃণমূল। অন্যদিকে, শাসকদলের হাত থেকে আসনটি ছিনিয়ে নিতে সচেষ্ট বিরোধীরাও। এদিন বিক্ষিপ্ত কয়েকটি অশান্তি ছাড়া মোটের উপর নির্বিঘ্নেই ভোটগ্রহণ চলে।
সাগরদিঘিতে তৃণমূলের বাজি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূর-সম্পর্কের আত্মীয় দেবাশিস বন্দ্যোপাধ্যায়। বিজেপির হয়ে এই কেন্দ্র থেকে লড়াই দিলীপ সাহার। সাগরদিঘিতে কংগ্রেসের প্রার্থী বায়রন বিশ্বাসকে সমর্থন করেছে বামেরা। সব মিলিয়ে লড়াই ছিল এবার জমজমাট। তবে উপ-নির্বাচনে এই কেন্দ্র থেকে এবার শেষ হাসি কে হাসবেন, তা জানতে অপেক্ষা আর মাত্র কয়েকদিনের।
বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই মুর্শিদাবাদের সাগরদিঘিতে চলছে উপ-নির্বাচন। বেলা ৩টে পর্যন্ত সাগরদিঘিতে ৬৩ শতাংশ ভোট পড়েছে।
সাগরদিঘি উপ-নির্বাচন ঘিরে বিক্ষিপ্ত অশান্তি। বেলা ১১টা পর্যন্ত সাগরদিঘি উপ-নির্বাচনে প্রায় ৩২ শতাংশ ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর মিলেছে।
সাগরদিঘি উপ-নির্বাচনে ৫৪ নং বুথে উত্তেজনা। কংগ্রেস প্রার্থীকে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ। পুলিশের বিরুদ্ধে অভিযোগ স্থানীয় তৃণমূল কর্মীদের। বুথ চত্বরে তৃণমূল কর্মীদের জমায়েত সরাতে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ।
সাগরদিঘি উপ-নির্বাচনে সৌজন্যের ছবি। বিজেপি প্রার্থী দিলীপ সাহার সঙ্গে করমর্দন 0করতে দেখা গেল বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাসকে। সৌজন্যের এই ছবি দেখে তৃণমূল অবশ্য কটাক্ষ ছুঁড়ে দিয়েছে।
সাগরদিঘির ৫৩ নম্বর বুথে ভোটে অনিয়ম। পোলিং অফিসার এবং প্রিসইডিং অফিসারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন।
উত্তেজনা সাগরদিঘি উপ-নির্বাচনে। সাগরদিঘির ৮৭ নম্বর বুথে সাময়িক উত্তেজনা তৈরি হয়। বুথটিতে ইভিএম উল্টো করে রেখে দেওয়ার অভিযোগ উঠেছিল।
সাগরদিঘির ২১০ এবং ২১১ নম্বর বুথে উপ নির্বাচন চলাকালীন হঠাৎই ঢুকে পড়েন কংগ্রেসের প্রার্থী বায়রন বিশ্বাস। প্রার্থীর বুথে ঢোকাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা ছড়ায়। যদিও কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি শান্ত হয়।